বাংলাহান্ট ডেস্কঃ বন্ধু দেশ আফগানিস্তানে (afghanistan) প্রায় ৩০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে ভারতের (india)। তালিবানি শাসনে সবকিছুই তাহলে জলে চলে যাবে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতের অন্দরে। ১৯৯৬ সালে তালিবানি শাসনের সময় আফগানিস্তানের বিপক্ষেই ছিল ভারত। কিন্তু ৯/১১ পরবর্তী অধ্যায়ে, ধীরে ধীরে বন্ধুত্বের হাত বাড়ায় দুপক্ষ। গড়ে ওঠে নানাবিধ প্রকল্প।
সালমা বাঁধ, স্কুল, হাসপাতাল, জারাঞ্জ-দেলারাম হাইওয়ে থেকে শুরু করে আফগান পার্লামেন্টসহ আরও কত কি। ভারতের প্রায় ৩০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে আফগানিস্তানে। তবে এবার তালিবান শাসনে কি হবে সেসবের? সেই সব বিনিয়োগ নিয়েই এখন ঘোর সংকটে রয়েছে ভারত।
ভারত আফগানের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ হেরাত প্রদেশে ৩০ কোটি ডলার খরচ করে, কাবুলিওয়ালাদের দেশের ভারতের সবথেকে বড় প্রকল্প জলবিদ্যুৎ কেন্দ্র সালমা বাঁধ নির্মান করে ভারত। আর সেই বাঁধ উদ্বোধনে ২০১৬ সালের জুনে সেখানে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও আফগানিস্তানে ১৫ কোটি ডলার খরচ করে ২১৮ কিমি দীর্ঘ জারাঞ্জ-দেলারাম হাইওয়ে নির্মান করে ভারত।
ভারত-আফগান বন্ধুত্বের স্মারক স্বরূপ আফগান পার্লামেন্ট, যা উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ লক্ষ মানুষের জল সরবরাহের জন্য কাবুলে তৈরি করা শাটুট বাঁধ, কান্দাহার, কুনার, নির্মুজ, নুরিস্তান, পাকিতা-সহ বিভিন্ন এলাকার স্বাস্থ্যকেন্দ্র, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট ফর চাইল্ড হেল্থ সংস্কার সবেতেই রয়েছে ভারতের দান।
এখানেই শেষ নয়, স্টোর প্যালেস সংস্কার, আফগান সেনার জন্য ২৮৫ টি ভেহিক্যাল, ১০ টি অ্যাম্বুল্যান্স, কাবুলের বিদ্যুৎ সরবাহের জন্য ২২০ কেভি ডিসি ট্রান্সমিশন লাইন, ৪০০ বাস ও ২০০ মিনি বাস উপহারসহ ১০৫ টি যানবাহন সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি ডলারের বিনিয়োগ নিয়ে এখন সংশয়ে রয়েছে ভারত।