শিবলিঙ্গের অপমান সইব না! নিজের দলের নেতা-কর্মীদের সাবধান করে দিলেন কংগ্রেসের আচার্য

বাংলাহান্ট ডেস্ক : এবার দলের বিরুদ্ধেই উল্টোসুর শোনা গেল কংগ্রেস নেতা তথা ধর্মগুরু প্রমোদ কৃষ্ণানকে। দলের নেতাদের সমালোচনা করে শিবলিঙ্গ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। এই ধর্মগুরু সাফ জানিয়ে দিলেন শিবলিঙ্গ নিয়ে কোনও রকম আপত্তিজনক বা আশ্চর্যজনক মন্তব্য করা চলবে না।

প্রমোদ কৃষ্ণানের দাবি, ‘সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবই হোন বা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কিংবা কংগ্রেসের কোনও নেতা কর্মী, শিবলিঙ্গ নিয়ে কারও কোনও মন্তব্য মেনে নেওয়া হবে না। এটি একটি ধর্মীয় বিশ্বাসের ব্যাপার।’ এই কংগ্রেস নেতা আরও বলেন, ‘আমাদের দলের কিছু নেতা নিজেদের উদারপন্থী দেখানোর জন্য ক্রমাগত চেষ্টা চালাচ্ছেন এবং শিবলিঙ্গ নিয়ে মজা করছেন।’

জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ বিতর্ক প্রসঙ্গে রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন ‘বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে সারা দেশে বিজেপি তামাশা করছে। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না। বিজেপি নেতারা গণতন্ত্রের মুখোশ পরে রাজনীতি করছেন। এই সমস্ত লোকজন দেশের নীতিকে নষ্ট করছেন।’ এই প্রসঙ্গেই তাঁকে কটাক্ষ করেন প্রমোদ কৃষ্ণন।

যদিও এই ইস্যুতে বিজেপিওকে একহাত নিতে ছাড়েননি এই কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘আমরা মহাত্মা গান্ধীর আদর্শের অনুসরণ করে চলই এবং সর্বধর্ম সম্ভবে বিশ্বাসী। বিজেপি মন্দিরে ভোট খুঁজছে। আমরা মন্দিরে ঈশ্বরকে খুঁজে পাই। সনাতন ধর্ম সব ধর্মকে সম্মান করতে শেখায় কিন্তু নিজের ধর্মকে অপমান করতে শেখায় না।’ একই সঙ্গে রাহুল গান্ধীকেও শিবভক্ত বলে উল্লেখ করেছেন তিনি। সব মিলিয়ে এই ইস্যুতে যে বেশ শোরগোল তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরে তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর