আসানসোলে পকোড়া ভেজে প্রতিবাদ কংগ্রেস কর্মকর্তাদের

নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে এবারে অর্থনৈতিক মন্দা এবং দেশের বেকারত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আসানসোলের কংগ্রেস নেতারা এদিন রাস্তায় পকোড়া ভেজে প্রতিবাদ জানান।

কংগ্রেসের একজন কর্মকর্তা শৌভিক মুখার্জী জানান,” আমরা এখানে দেশের বেকারত্ব নিয়ে প্রতিবাদ জানানোর জন্য সংগঠিত হয়েছি। তাই আমরা এই পকোড়া বিক্রি করছি এই প্রতিবাদের চিহ্ন হিসেবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতেই আমরা এখানে একজোট হয়েছি।” তাদের বিভিন্ন রকমের ব্যানার এবং পোস্টার হাতেও দেখা যায় যাতে লেখা ছিল, ‘ ডিগ্রী আছে, চাকরি নেই’, ‘ ৪৫ বছরের সবথেকে বেশি বেকারত্ব এখন চলছে।’

বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বেকারত্ব বিষয়ে তার নীরব হয়ে থাকা এবং জনগণকে প্রধান ইস্যু থেকে সরিয়ে অন্যদিকে আকৃষ্ট করার অভিযোগ জানান।

এছাড়াও লোকসভায় রাহুল বলেন যে প্রধানমন্ত্রী মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুইজনেই দীর্ঘ বক্তৃতা দিলেও যুব সমাজের চাকরির সুযোগ বৃদ্ধি করতে অক্ষম হয়েছেন।

স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এই দেশের যুবসমাজ সবার প্রথমে চাকরি খোঁজে। কিন্তু এই দেশে বেকারত্বের সমস্যা চরম মাত্রায় পৌঁছেছে। আমরা প্রধানমন্ত্রীকে বারংবার এই ব্যাপারে কথা বলার জন্য দাবি জানিয়েছে কিন্তু আধঘন্টার বক্তৃতাতে তিনি যুব সমাজের অগ্রগতি নিয়ে কোন কথাই বলেননি। তিনি আরো জানান,” ভারতের যুবসমাজ দেখছে যে প্রধানমন্ত্রী কোন উত্তর দেন না। ” এমন ভাবেই সম্প্রতি পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে বেকারত্ব নিয়ে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

সম্পর্কিত খবর