বাংলা হান্ট ডেস্কঃ চীনের সাথে চলা সীমান্ত নিয়ে বিবাদের মধ্যে দুই দেশের সৈন্য আধিকারিকদের মধ্যে হওয়া কথাবার্তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শুক্রবার সকালে লেহ-লাদাখে চলে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরকম ঝটিকা সফরের খবর প্রকাশ্যে আসতেই বিরোধীরা একের পর এক আক্রমণ করতে ব্যস্ত হয়ে পড়েন। কংগ্রেস নের মনিষ তিওয়ারি (Manish Tiwari) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) লেহ সফরের ছবি শেয়ার করে লেখেন, ‘এবার দেখা যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কি করেন।”
After she visited Leh she sliced Pakistani into two. Let us see what he does ? https://t.co/m7XfzNenE8 pic.twitter.com/i5iYnOc54J
— Manish Tewari (@ManishTewari) July 3, 2020
জানিয়ে দিই, কংগ্রেস নেতা ১৯৭১ এর যুদ্ধের আগের ইন্দিরা গান্ধীর ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে ইন্দিরা গান্ধীকে লেহতে সেনার সামনে ভাষণ দিতে দেখা যাচ্ছে। এই ছবি শেয়ার করে কংগ্রেস নেতা লেখেন, ‘যখন ইন্দিরা গান্ধী লেহ গেছিলেন, তখন তিনি পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। এবার দেখা যাক উনি কি করেন?”
প্রধানমন্ত্রী কার্যালয় (PMO) থেকে জারি বয়ানে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত নিমুর একটি ফরোয়ার্ড পোস্টে আছেন। উনি সকাল সকালই সেখানে পৌঁছান। এই জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার কিমি উঁচুতে অবস্থিত। এই এলাকা সিন্ধু নদীর তীরে অবস্থিত আর জাঙ্কসর রেঞ্জ দিয়ে ঘেরা আর খুবই দুর্গম স্থান। নিমু বিশ্বের সবথেকে উঁচু আর খতরনাক পোস্ট গুলোর মধ্যে একটি। আর সেখানে আচমকাই প্রধানমন্ত্রীর সফর সবাইকে চমকে দিয়েছে।
PM @NarendraModi जी को अपने बीच पाकर उत्साह, उमंग, और देशभक्ति के जज्बे से भरे सीमा पर तैनात जवान। pic.twitter.com/yZYsg2qhVt
— Piyush Goyal (@PiyushGoyal) July 3, 2020
পূর্ব লাদাখে চীনের সাথে চলা উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হচ্ছে। উনি গত মাসে মন কি বাতে বলেছিলেন যে, লাদাখে যা হয়েছে সেটা নিয়ে চীনকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। আর এর দুদিন পরেই ভারত চীনকে আরও বড় ঝটকা দিয়ে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। ভারতের এই পদক্ষেপে চীনের কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।