বাংলাহান্ট ডেস্কঃ নেপালের (Nepal) প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির (KP Sharma Oli) করা মন্তব্যের প্রতিবাদ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রামের জন্ম নেপালে, এমনকি অযোধ্যা ভারতে নয়, নেপালেই অবস্থিত, এই কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলেও বিপাকে পড়লেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
রামের জন্মস্থান বিভ্রাট
সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেপাল থেকে সমস্ত ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছেন। এরপর আবার পড়লেন রামের জন্মভূমি নিয়ে। চীনের সঙ্গ দিতে গিয়ে নেপাল ভারতের বিরোধিতা করে নিজেরাই নিজেদের দুঃসময়কে আহ্বান করছে।
নেপালের প্রধানমন্ত্রী বলছেন, ভগবান রামের জন্মভূমি ভারতে নয়। এমনকি ভারতে যে অযোধ্যা রয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা। অযোধ্যা নেপালেই রয়েছে এবং ভগবান রামের জন্মস্থান হল নেপাল। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির এই মন্তব্যরে জেরে ভারতীয় স্যোশাল মিডিয়ায় ট্রোল হওয়ার পাশাপাশি তিনি কিন্তু নেপালবাসির দ্বারাও ট্রোলের শিকার হয়েছেন।
First they ban Indian news channels and now Nepal has the guts to say Lord Ram is not son of Indian soil? https://t.co/btIPPSs7Hg
— Indian Youth Congress (@IYC) July 13, 2020
রাহুলের প্রতিবাদ
প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির মন্তব্যের প্রতিবাদ করেছে ভারতীয় কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে উল্টে তিনিই সমালোচিত হয়েছেন। যে কংগ্রেসের যুব দল সুপ্রিম কোর্টে রামায়ণে রামের অস্তিত্ব, রাম সেতুর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল, ভারতের সংস্কৃতি, ঐতিহ্যের উপর বৈজ্ঞানিক ব্যাখ্যার কারণ খুঁজেছিল, আজ তারাই কিনা নেপালের বিরুদ্ধে সরব হয়েছে।
At least they’re not questioning the very existence of Shri Ram by filing an affidavit in court… pic.twitter.com/VbE1hk4VvC
— 𝑅𝒂𝒋𝒆𝒔𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 𝑱𝒐𝒔𝒉𝒊 (सनातनी) (@rcjoshi1974) July 14, 2020
রাম মন্দির নির্মানের কাজে বাঁধা দান করে, আজ তারা রামের জন্ম বৃত্তান্ত নিয়ে সরব হয়েছেন। এই নিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে স্যোশাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়েছে।