বিজেপির (bjp) অপ্রতিরোধ্য অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিল রাজস্থান (rajastan) । পদ্ম নয়, সেখানে মানুষের ভরসা হাতের ওপরেই। পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে কার্যত উড়িয়ে দিল কংগ্রেস (congress) ।
রাজস্থানের ১২ জেলার ৫০টি পৌরসভায় নির্বাচন হয়েছিল। যার ফল বেরোতে দেখা গেল ১৭৭৫ টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৬২০ আসনে। অন্যদিকে বিজেপি পেয়েছে ৫৪৮ আসন৷ এমনকি তাদের থেকে এগিয়ে আছে নির্দলরাও৷
এই পুরসভা ভোটে নির্দল প্রার্থীরা জিতেছেন ৫৯৫ আসনে। এছাড়াও ৭ টি আসন পেয়েছে বিএসপি। সিপিআই, সিপিআইএম ও জন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ১ টি করে আসন পেয়েছে এই নির্বাচনে।
এই নির্বাচনে ৭ হাজার ২৪৯ জন প্রার্থী লড়েছিলেন। ভোটার সংখ্যা ছিল ১৪ লাখ ৩২ হাজার৷ এই মুহুর্তে গেরুয়া শিবিরের দাপটে দেশ জুড়ে ক্ষয়িষ্ণু কংগ্রেস৷ রাজস্থানের এই জয় হাত শিবিরে যে বাড়তি কিছুটা অক্সিজেন দেবে তা বলাই বাহুল্য।