বিদ্যুতের বিল দিতে গেলে বাঁচবে অনেক টাকা, গ্রাহকদের জন্য ছাড় ঘোষণা করল WBSEDCL

বাংলাহান্ট ডেস্ক : বাজার অগ্নিমূল্য। নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পকেটে টান মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত জনতার। তার উপর গত কয়েক বছরে যে হারে বিদ্যুতের বিলের খরচ বেড়েছে তা মেটাতে গিয়ে কালঘাম ছুটছে সাধারণ মানুষের। ইউনিট প্রতি বিদ্যুতের খরচ বেড়ে যাওয়ায় এখন প্রায় প্রতিটি বাড়িতে মাসে আসছে বড় অঙ্কের বিদ্যুতের বিল। তা দেখে অনেকেই ভিমরী খাচ্ছেন। এমন অবস্থায় সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে বিদ্যুতের বিলের উপর ছাড় দেওয়ার ঘোষণা করেছে WBSEDCL।

WBSEDCL এর অঞ্চলে বসবাসকারী বিদ্যুৎ গ্রাহকেরা সহজেই তাদের মোট বিদ্যুৎ বিলের উপর সরাসরি এক শতাংশ ছাড় পেতে পারেন। একটি নিয়মের মাধ্যমে গেলেই গ্রাহকেরা এই ছাড়ের সুবিধা লাভ করতে পারবেন। WBSEDCL তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাহকেরা যদি বাংলার সহায়তা কেন্দ্র থেকে ই পেমেন্টের মাধ্যমে তাদের বাড়ির বিদ্যুতের বিল জমা করেন তাহলে এক শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন।

সম্প্রতি স্থানীয় কিছু পরিষেবা দেওয়ার লক্ষ্যে সারা রাজ্য জুড়ে গড়ে তোলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে মানুষের কাছে বেশি করে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বাংলা সহায়তা কেন্দ্রকে আরো বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

বিদ্যুৎ বিলের উপর এক শতাংশ অতিরিক্ত ছাড় পাওয়া গেলে অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের তা বলার অপেক্ষা রাখে না। একটি উদাহরণ স্বরূপ বলা যায়, কোন বাড়ির বিদ্যুৎ বিল যদি এক হাজার টাকা আসে তাহলে তা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরিশোধ করলে বিদ্যুৎ বিল এর উপর ১০ টাকা ছাড় পাওয়া যাবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর