বাংলাদেশের সাংবাদিক ও শিল্পীকে হেনস্থার অভিযোগ উঠলো বোলপুর পুলিশের বিরুদ্ধে

Published On:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ বাংলাদেশের সাংবাদিক ও শিল্পীকে হেনস্থার অভিযোগ উঠলো বোলপুর পুলিশের বিরুদ্ধে। যা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন বাংলাদেশের ওই শিল্পী ও সাংবাদিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে,শান্তিনিকেতনের প্রাচী প্রতীচী আর্ট গ্যালারীতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশের শিল্পকলা একাডেমীর পরিচালক আশরাফুল আলম পাপলু ও বাংলাদেশের সাংবাদিক ইমদাদুল হক শফী। অভিযোগ,গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে ওনাদের হেনস্তা করার অভিযোগ উঠলো থানার সাদা পোশাকের পুলিশের বিরুদ্ধে। তারা তাদের পরিচয় পত্র দিতে গেলেও পুলিশ শুনতে চাননি। বলে জানা গেছে। এমনকি পরে প্রাচী প্রতীচী আর্ট গ্যালারির মালিক তাপস মল্লিক কে পুলিশ আটক করে পুলিশ ভ্যানে তোলে। পরে যদিও সেখান থেকেই ছেড়ে দেওয়া হয় তাপসবাবুকে।

সাংবাদিক বৈঠক করে তারা জানান,“মঙ্গলবার রাতে এগারোটা নাগাদ কয়েকজন সাদা পোশাকের পুলিশ আর্ট গ্যালারির নিচে এসে চিৎকার করতে থাকলে আমরা সেখানে পৌঁছায়। তারপর বিদেশি অতিথির সামনেই তাপস মল্লিকের সাথে অপব্যবহার আচরণ করা হয়।”

বাংলাদেশের শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পাপলু বলেন,”আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে পুলিশ। ভারতকে আমরা সংস্কৃতির দেশ বলে জানি। সেখানকার প্রশাসন আমাদের সঙ্গে যে রকম ব্যবহার করেছে তাতে আমরা আশাহত।”

সাংবাদিক ইমাদাদুল হক শফী বলেন,“বোলপুর থানার এক অফিসার অনুকুল পাল আমাদের বিভিন্ন ভাবে হেনস্থা করেন। আমাদের কথা শুনতে চাননি। আমরা ভারতে এসে আমাদের অভিজ্ঞতা এমন হবে ভাবিনি। পোষাক ছাড়া ওই অফিসার আমাদের হুমকিও দিতে থাকেন।”

এই ঘটনায় জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,“আমরা বিষয়টা খতিয়ে দেখছি।”

শুনুন বক্তব্য।

X