আজই হত ২৫ বছর, জন্মদিনের দুদিন আগেই কেড়ে নিল মৃত্যু! মিশার প্রয়াণে শোকস্তব্ধ ভক্তরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আর দুদিন পরেই ছিল জন্মদিন। আজ ২৬ শে এপ্রিল ২৫ বছরে পা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এল মর্মান্তিক দুঃসংবাদ! প্রয়াত মিশা আগরওয়াল (Misha Agrawal)। সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় অতি পরিচিত নাম। তাঁর ভিডিও মুখে হাসি আনেনি, বা তাঁর ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে মিল খুঁজে পাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। হাসিখুশি সেই মেয়েটাই নেই হয়ে গেল! গত বৃহস্পতিবার ২৪ শে এপ্রিল প্রয়াত হয়েছেন মিশা (Misha Agrawal)। শুক্রবার ২৫ শে এপ্রিল সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদটি শেয়ার করা হয় তাঁর পরিবারের তরফে।

মিশার (Misha Agrawal) মৃত্যু সংবাদে ভেঙে পড়লেন ভক্তরা

মিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগজনক পোস্টে ভাগ করে নেওয়া হয় তাঁর মৃত্যুর খবর। সেখানে লেখা হয়েছে, ‘ভারী হৃদয় নিয়ে মিশা আগরওয়ালের মৃত্যুর খবর জানাতে বাধ্য হচ্ছি আমরা। তাঁকে এবং তাঁর কাজের প্রতি যে ভালোবাসা এবং সমর্থন আপনারা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমরা এখনও এই ক্ষতির সঙ্গে মানিয়ে ওঠার চেষ্টা করছি। অনুগ্রহ করে তাঁকে প্রার্থনায় রাখবেন এবং তাঁর কাজকে মনে রাখবেন’।

Content creator misha agrawal passed away two days before birthday

মুখ খুললেন বোন: এই পোস্টেই মিশার (Misha Agrawal) বোন মুক্তা আগরওয়াল নেটিজেনদের উদ্দেশে লেখেন, ‘উত্তেজিত হবেন না। আপনাদের এই খবরটা জানার অধিকার রয়েছে, তাই আমরা এখন এই আপডেট দিলাম। এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতিতে নেই আমরা। নিজেদের খেয়াল রাখবেন’।

 

View this post on Instagram

 

A post shared by Misha Agrawal (@themishaagrawalshow)

আরো পড়ুন : ‘ওয়াকফ ইস্যু ভোলাতে পহেলগাঁও হামলা, সব BJP করিয়েছে’, বেনজির মন্তব্য তৃণমূল নেত্রী মর্জিনা খাতুনের

কী বলছেন নেটিজেনরা: আচমকা এই পোস্টটি কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই হয় নেট নাগরিকদের কাছে। অনেকেই এখনো বিশ্বাস করে উঠতে পারেননি যে মিশা (Misha Agrawal) আর নেই। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টের ঝড় তুলেছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘মিশা এত প্রতিভাবান এবং পরিশ্রমী ছিল। আমি ভাবতেও পারছি না তাঁর পরিবার কী পরিস্থিতিতে রয়েছে।’ আরেকজন রীতিমতো চমকে উঠেছেন এই খবরে। তিনি লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য! আমি ওর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এখনো’। এমনকি অনেকে এও মনে করছেন, হয়তো এটা কোনো রসিকতা। কিছুক্ষণ পরেই হয়তো মিশা ভিডিওতে জানাবেন, সবটাই নেহাত মজা ছিল। কিন্তু সেটা আর সম্ভব নয়।

আরো পড়ুন: পহেলগাঁও হামলার জের, বলিউডে ভাত বন্ধ হচ্ছে পাক শিল্পীদের, চরম হুঁশিয়ারি FWICE-র

কীভাবে ঘটল এই ঘটনা? কীভাবে মৃত্যু হল মিশার (Misha Agrawal)? তা এখনো স্পষ্ট নয়। জীবিত থাকলে আজ ২৫ বছর হত মিশার। তাঁর মৃত্যুর খবরে বিধ্বস্ত অনুরাগীরা। জন্মদিনেই যদি পুনর্জন্ম হত মিশার, এই ইচ্ছাই বুকে চেপে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অনুরাগীরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X