তৃণমূলের তোলাবাজির চাপ! টাকা দিতে না চাওয়ায় পাঁচ দিন ধরে কাজ বন্ধ শ্রমিকের

বাংলা হান্ট ডেস্কঃ এ রাজ্যে তোলাবাজির ঘটনা নতুন কিছু নয়। প্রায়শই জোর করে ‘চাঁদা’ আদায়ের অভিযোগ সামনে আসে। আর এবার চাঁদা দিতে অস্বীকার করায় বন্ধ করে দেওয়া হল শ্রমিকের (Labour) কাজ। মাসে একশো টাকা অর্থাৎ বছরে তিন হাজার টাকা দিতে হবে চাঁদা। কাজ বহাল রাখতে চাইলে এমনই শর্ত দিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) নেতারা।

মাসে মাসে আইএনটিটিইউসি এর নেতাদের টাকা দিতে না চাওয়ায় পাঁচ দিন ধরে কাজ পাননি ডিএসপির ঠিকা শ্রমিক, আমরাইয়ের শেখ আকবাহার। তিনি নিজেই সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন। শেখ আকবাহার বলেন, ৪০ বছর ধরে তিনি কাজ করছেন। তার অবসরের আর সাত মাস বাকি রয়েছে। তবে এই সময় তৃণমূল নেতাদের তোলা না দেওয়ায় তাকে পাঁচ দিন ধরে বসিয়ে রাখা হয়েছে।

যেখানে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘চাঁদার জুলুমবাজি’ কড়া মন্তব্য করেন সেখানে দাঁড়িয়ে শ্রমিকের কাজ কেড়ে নেওয়ার ঘটনায় শোরগোল শুরু হয়েছে। শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধী শিবির। অন্যদিকে আইএনটিটিইউসি এর নেতাদের একাংশের দাবি, এই সবটাই বিরোধীদের চক্রান্ত। ইচ্ছা করে এসব রটানো হচ্ছে।

tmc flag

আরও পড়ুন: ‘সামান্য ছুটির আবেদনপত্র লিখতে পারেন না?’, রাজ্যের শিক্ষকদের ধুয়ে দিল সুপ্রিম কোর্ট

এই বিষয়ে আইএনটিটিইউসি-র জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন, ” দুর্গাপুরের এক নেতার থেকে খবর পাওয়া মাত্রই ওই শ্রমিককে কাজে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে উনি পুলিশের কাছে অভিযোগ জানান। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর