গেরুয়া বিকিনি থেকে মাদক কাণ্ড, কেচ্ছায় ভরা জীবনে বিতর্কই সঙ্গী দীপিকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন্যতম বড় সুপারস্টারের বিপরীতে ডেবিউ করে আজ নিজে ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়িকা। দীপিকা পাডুকোনের (Deepika Padukone) নামটাই যথেষ্ট তাঁর পরিচয়ের জন্য। ‘ওম শান্তি ওম’এ শাহরুখ খানের বিপরীতে অভিনয়ে অভিষেক করেছিলেন তিনি। অদ্ভূত ভাবে চলতি মাসেই ফের শাহরুখের সঙ্গেই দেখা যাবে তাঁকে, ‘পাঠান’ ছবিতে।

মাঝে কেটে গিয়েছে ১৫ বছর। এতগুলো বছরে দীপিকার কেরিয়ারেও উত্থান পতন এসেছে। ব্যক্তিগত জীবনে অনেকবার ঝড়ঝাপটার মধ্যে পড়েছেন তিনি। বিতর্কেও জড়িয়েছেন অনেকবার। গত ৫ জানুয়ারি ৩৭ এ পা দিলেন দীপিকা। এই উপলক্ষে একবার চোখ বুলিয়ে নিন বলিউডের ‘মস্তানি’র জীবনের নানান কেচ্ছা কাহিনিতে-

জেএনইউ বিতর্ক– ‘ছপাক’ ছবির মুক্তির আগে জেএনইউ তে আক্রান্ত পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন দীপিকা। নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের সময়ে জেএনইউ বিদ্রোহে দীপিকার উপস্থিতি বিতর্ক তুঙ্গে তুলেছিল। তারপর থেকে ‘টুকরে টুকরে গ্যাং’ এর রানির খেতাবও পেয়েছিলেন অভিনেত্রী।

‘পদ্মাবত’ বিতর্ক– সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা। ক্ষত্রিয় রানি পদ্মাবতীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ওই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘পদ্মাবতী’। কিন্তু কর্ণি সেনার তুমুল আপত্তি, দীপিকাকে আক্রমণ, প্রাণে মারার হুমকি দেওয়ার পর বদলানো হয় ছবির নাম।

সুশান্ত মৃত্যুর পর অবসাদ নিয়ে টুইট– অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেদিন মানসিক অবসাদ নিয়ে পরপর একাধিক টুইট করেছিলেন দীপিকা। তিনি নিজেও অবসাদে ভুগেছেন দীর্ঘদিন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরবও্ হয়েছেন। কিন্তু সুশান্ত মৃত্যুর পর তাঁর উপর্যুপরি টুইটে অনেকেই ভেবেছিলেন দীপিকা দাবি করছেন যে সুশান্ত অবসাদেই ভুগতেন।

মাদক কাণ্ড– সুশান্ত মৃত্যু তদন্ত আর একটু এগোতে তাতে জোড়ে মাদক অ্যাঙ্গেল। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে উঠে আসে ব্যক্তিগত কথোপকথনের সূত্র। মাদক সেবনের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল দীপিকাকে।

besharam rang sensor

বেশরম রঙ বিতর্ক– মুক্তি পেতে চলা পাঠান ছবির প্রথম গান। সেই গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়েই আপাতত নেটপাড়া উত্তাল।

সম্পর্কিত খবর

X