অভিষেকের সভার দিনই পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ আজ শহিদ মিনার ময়দানে ছাত্র-যুব সমাবেশ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। এর এদিনই পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (West Bengal State University) প্রথম সেমিস্টারের পরীক্ষা। যুবরাজের সভার দিনই হঠাৎ পরীক্ষার দিনবদল হওয়ায় রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

যদিও এই বিষয়ে রাজনৈতিক কোনো কারণ আছে মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ। তাদের তরফে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার কোনো কারণবশত প্রথম সেমিস্টারের পরীক্ষার দিন পরিবর্তন হয়ে থাকতে পারে। প্রসঙ্গত, বুধবার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অনার্স ও পাস কোর্সের প্রথম সেমিস্টারের পরীক্ষার দিন ছিল। কিন্তু হঠাৎই তা পরিবর্তন করা হয়।

জানা গিয়েছে, কলেজগুলির বিএ, বিএসসি, বিকম এই তিনটি স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষারই সূচি পরিবর্তন করা হয়েছে। দু’দিন আগে বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গোটা বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষার দিন বদলে আগামী ৩১ মাৰ্চ পুনরায় তার দিন ধার্য করা হয়েছে।

তবে হঠাৎ কেন এই সূচি বদল, সেই বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি। এখানেই দানা বেঁধেছে বিতর্ক। তবে কী তৃণমূলের যুবরাজ অভিষেকের সভার কারণেই বিশ্ববিদ্যালয় ও তাদের অধীনস্থ কলেজগুলির পরীক্ষার দিন বদল করতে বাধ্য হল কর্তৃপক্ষ? যাতে তৃণমূল সমর্থক পড়ুয়ারা সেই সভায় যোগদান করতে পারেন? এই প্রশ্নই চারা দিচ্ছে ওয়াকিবহাল মহলে।

অন্যদিকে, এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন,”কেন পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। তবে,যতটুকু জানি বিশ্ববিদ্যালয়ের কোনও সমস্যা থাকতে পারে। আমার মনে হয়না পরীক্ষা একদিন পরে হলে ছাত্রদের খুব একটা সমস্যা হবে। কেউ কেউ এর পিছনে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করছে । তারা খুব একটা সফল হবে না। “


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর