করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত করোনার সংখ্যা ৩৩ হাজার ৫০ এ পৌঁছেছে। দেশে এখন পর্যন্ত ৮ হাজার ৩২৫ জন রোগী সেরে উঠেছেন । স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টার মধ্যে ১৭১৮ টি নতুন করোনা মামলা সামনে এসেছে এবং তার মধ্যে ৬৭ জন মারা গেছে।আর এর মধ্যে নতুন করে আবার এতো জন করোনায় আক্রান্ত হওয়ার ফলে এই পরিস্থিতিতে লকডাউন শেষ হয়ে যাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
করোনার সংক্রমণ রোধে সারা দেশে দ্বিতীয় বারের জন্য লক ডাউন করা হয়েছিলো। এমন পরিস্থিতিতে দিল্লি এবং মুম্বাইতে পরিস্থিতি খুবই খারাপ। দিল্লিতে এ পর্যন্ত কোরোনায় ৫৪ জন মারা গেছেন।
আর এসবের মধ্যে করোনার রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১৪ টি। তারপরে যদি মুম্বাই এর দিকে দেখা যায় তবে বোঝা যাবে এখানে পরিস্থিতি কতটা বিপদ জনক এবং ভয়ানক। গত চব্বিশ ঘন্টায় এখানে করোনায় ছাব্বিশ জন মারা গেছেন। । করোনার পজিটিভ রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬, ৬৪৬। তবে সব মিলিয়ে মুম্বইয়ের করোনায় এখন পর্যন্ত ২৭০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন আর এই লক ডাউন ৩রা মে পর্যন্ত বাড়িয়েছেন। এর মধ্যে কেটে গিয়েছে এক মাস । তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।কিভাবে এই রোগ রোধ হবে জানেনা কেউই।