করোনা পরবর্তী সময়ে ফুটবলে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন, সবুজ সংকেত দিল ফিফা।

Published On:

এই মুহূর্তে পুরো বিশ্ব করোনায় আক্রান্ত। করোনার জেরে থমকে রয়েছে ক্রীড়া বিশ্ব। তবে করোনার প্রকোপ কাটলেই থমকে থাকা ফুটবল লীগ গুলি দ্রুত শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশের ফুটবলাররা অনুশীলন শুরু করে দিয়েছে। বিশেষ করে স্পেন, ইতালি এবং জার্মানিতে শুরু হয়ে গিয়েছে অনুশীলন।

করোনা পরবর্তী সময়ে থমকে থাকা ফুটবল লীগ গুলি শুরু হলে খুব চাপ পড়বে ফুটবলারদের উপর। সেই কারণে বাড়বে চোট আঘাতের সম্ভাবনা। তাই ফুটবলারদের চোট এবং চাপের কথা মাথায় রেখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা সিদ্ধান্ত নিয়েছে ফুটবলার পরিবর্তনের সংখ্যা বাড়াতে। আগে প্রত্যেক ম্যাচে ফুটবল দল গুলি তিনজন করে ফুটবলার পরিবর্তন করতে পারতেন কিন্তু এখন বাড়িয়ে সেই সংখ্যাটা পাঁচজন করার প্রস্তাব দিয়েছে ফিফা।

ফিফার তরফে জানানো হয়েছে এই নিয়ম মেনেই বিভিন্ন লীগ চালু করার অনুমতি দেবে ফিফা। তবে এই নিয়ম আজীবনের জন্য নয় স্বল্প মেয়াদী। ফিফার তরফে জানানো হয়েছে 2020 সালের 31 শে ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে এই নিয়ম।

সম্পর্কিত খবর

X