নতুন রূপে ফিরল করোনা! উদ্বেগ বাড়িয়ে বাংলায় নতুন প্রজাতিতে আক্রান্ত ৩০

বাংলা হান্ট ডেস্ক: কলকাতায় আরও একবার চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। দেশের অন্যান্য রাজ্যের মতো  সম্প্রতি বাংলাতেও খোঁজ মিলেছে কোরোনার নতুন উপপ্রজাতি KP.2-র। ইতিমধ্যেই বাংলায় (West Bengal) এই করোনার নতুন উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৩০ জন।

যদিও এই নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবুও সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে এই KP.2-তে আক্রান্ত হয়েছেন মোট ২৭২ জন।

তাদের মধ্যেই রয়েছেন বাংলার ৩০ জন। ইতিপূর্বে মহারাষ্ট্র, কেরালা এবং কর্নাটকেও করোনার এই নতুন উপপ্রজাতিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। তবে গত চার মাসে বাংলা থেকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য বেশ কিছু নমুনা পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট আসতেই দেখা যায় বাংলা থেকে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন।

আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন করোনা সংক্রমণ কমে গেলেও এখনই পৃথিবী থেকে বিদায় নেবে না করোনা।  ২০১৯ সালের শেষ থেকে যে করোনা অতিমারি পরিস্থিতি গ্রাস করেছিল গোটা বিশ্বকে। সেই থেকে করোনার প্রকোপ ধীরে ধীরে কমে গেলেও এখনো পর্যন্ত নতুন রূপে নতুন ভ্যারিয়েন্টে বারবার ফিরে এসেছে করোনা।

আরও পড়ুন: নিম্নচাপের আগেই বাংলায় শুরু ঝড়বৃষ্টি! রবিবার ভিজতে পারে দক্ষিণবঙ্গের এই ১০ জেলাঃ আবহাওয়ার খবর

তবে করোনার দাপট কমলেও তা যে পুরোপুরি বিলুপ্তি হয়নি তা আরো একবার প্রমাণিত। আর তারই ফলস্বরূপ এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট রূপে হাজির KP.2. বিগত কয়েক মাসে এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। জানা যাচ্ছে এই KP.2 আসলে ওমিক্রনের সাব ভ্যারিয়ন্ট।

Corona 1

পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আমেরিকায় এখনও পর্যন্ত সবথেকে বেশি ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর গত মার্চ মাসে ভারতে প্রথম এই ভাইরাস থাবা বসায় মহারাষ্ট্রে। তবে বিশেষজ্ঞদের মতে KP.2 নিয়ে উদ্বেগের কিছু নেই। শোনা যাচ্ছে এই ভাইরাসের উপসর্গ হিসাবে দেখা যাচ্ছে হাঁচি,কাশি,গলা ব্যথা,সর্দি জ্বর,মাথা ভার হয়ে থাকা ক্লান্তি ভাব এই সব কিছুই।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর