করোনায় বদলে যাওয়া মানুষের ফুসফুসের ছবি দেখলে অবাক হবেন আপনিও

মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। এই রোগে এখনও অবধি মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। ভারতেও (India) এই রোগের আক্রান্তের সংখ্যা প্রায় ১১০ জন। এবং তাঁর মধ্যে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু ঘটেছে।আমেরিকার অনেক আগেই বিদেশ থেকে ফেরত আসা ভারতীয় নাগরিকদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ভারতে।

২২ শে জানুয়ারী থেকেই ভারতীয় এয়ারপোর্টে করোনাভাইরাসের লক্ষণ পরীক্ষা শুরু করা হয়েছিল। কিন্তু আমেরিকা ২৫ শে জানুয়ারির পর থেকে এই ব্যবস্থা শুরু করে। কিন্তু আমেরিকায় এই রোগ সম্বন্ধে জানার পরও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে, দাবী করছে আমেরিকাবাসী। করোনার প্রভাব বেশি পড়েছে ইরান, ইতালি এবং ব্রিটেনে। আর চীন যেন ইতিমধ্যেই মৃত্যু শহড়ে পরিনত হয়েছে। আর ইতিমধ্যেই উহান শহরের সামুদ্রিক খাদ্যের বাজারে কাজ করতেন এক ব্যাক্তি যিনি করোনায় মারা গেছেন, এক্স-রে ও সিটি স্ক্যানের মাধ্যমে ওই চীনা নাগরিকের ফুসফুসের চিত্র প্রকাশ করা হয়েছে। 1800x1200 coronavirus 1 2আগের বছর ২৫ ডিসেম্বর ওই ব্যক্তিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ হাসপাতালে ভর্তি। প্রথমে সবাই  ভব্লেও পরে শনাক্ত করা হয় করোনা ভাইরাসে তিনি আক্রান্ত। রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকা ওই মৃত ব্যাক্তির ফুসফুসের একটি চিত্র প্রকাশ করেছে । সংক্রমণের পর কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে ফুসফুসের ফাঁকা অংশগুলোয় তরল ফ্লুয়িড আরও প্রকট হয়ে ওঠে তা ধরা পড়েছে।একে ডাক্তারি ভাষায় এক নাম দেওয়া হয়েছে।  রেডিওলজিস্টরা “গ্রাউন্ড গ্লাস ওপাসিটি” বলে আখ্যায়িত করেন।

৪৪ বছর বয়সী এক চীনা নাগরিকের ফুসফুসের চিত্র  সামনে আসার পর বিজ্ঞানীরা জানান এই প্রাণঘাতী ভাইরাস সার্স ও মার্সে আক্রান্তের ফুসফুসের যথেষ্ট মিল পাওয়া গেছে। আর এই ছবি দেখার পর আতঙ্কে ভুগছে বিশ্বের একাধিক লোকজন।

 

 

 

সম্পর্কিত খবর