করোনা ভাইরাস থেকে বাঁচতে ইজরায়েল আবিষ্কার করল রামবান ঔষধ

করোনার (corona) আতঙ্ক সারাবিশ্বকে যেন গ্রাস করেছে। এর থেকে রেহাই পায়নি ভারতও (india)। দিনেদিনে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাভাবিকভাবেই সাধারন মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে।পরিস্থিতিতে দেশের মিডিয়াগুলোকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে।আর ইতিমধ্যেই করোনা ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আর এই মহামারীটির কারণে ইতিমধ্যেই অনেক লোক মারা গেছে। অনেক লোক ভাইরাসের কবলে পড়ে জীবন এবং মৃত্যুর সাথে লড়াই করছে।তবে ইতিমধ্যেই ইস্রায়েল দাবি করেছে যে করোনার ভাইরাস টিকা তৈরি করেছে। ইস্রায়েল তার গবেষণায় দীর্ঘ সময় ব্যয় করেছে। ইস্রায়েলের মতে, শিগগিরই তিনি সংক্রামিত সমস্ত দেশে ভ্যাকসিন পাঠানোর কাজ করবেন।চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, জাপানের অনেক নাগরিক রয়েছেন, তাদের ভারত আসার জন্য ভিসার আবেদন করেছিলেন এবং যারা পরবর্তীকালে ভারত আসতে চলেছেন তাদের সকলেরই ভিসা বাতিল করা হয়েছে।corona virus jpg 710x400xt jpg 710x400xt 1একমাত্র এই নির্দেশিকা কার্যকর হবে না দেশের কূটনৈতিক, রাষ্ট্রসঙ্ঘের অধিকারিক, ওআইসি কার্ড ধারী ও এয়ার ক্রুদের ক্ষেত্রে।ইটালিতে ইতিমধ্যেই অনেক মানুষ করোনায় আক্রান্ত। ২৩৩ জন এখন করোনাতে মারা গেছেন। আর করোনাতে ১৪৯২ জন আক্রান্তদের মধ্যে সংখ্যা বেড়ে প্রায় ৭৩৭৫ হয়ে গেছে। এখন পরিস্থিতি এমনদিকে এগিয়েছে যে এখানে দোকানপাট বন্ধ হোয়ার পাশাপাশি সব কিছুই বন্ধ।এছাড়া ১ ফেব্রুয়ারির আগে যদি কোনও পর্যটক চিন, ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ভ্রমণ করে থাকেন, তাঁদের ভিসা দেওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

ইস্রায়েলের জীববিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দাবি করেছেন যে করোনার ভাইরাস (COVID-19) ভ্যাকসিন তৈরি করা হয়েছে এবং শীঘ্রই তারা সরকারী স্বীকৃতি পাবেন।ইস্রায়েল সরকার এই গবেষণাকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। ইস্রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নেফাতালি বেনিটের মতে,  করোনার ভাইরাস নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন ার যত তাড়াতাড়ি সম্ভব তার প্রতিকার করা হবে।


সম্পর্কিত খবর