বাংলাহান্ট ডেস্কঃ করোনা (Corona virus) নিয়ে তোলাপাড় সারা বিশ্ব। দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি হানা দিয়েছে মৃতের সংখ্যাও। মার্চ মাস থেকে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ মহামারীর আকার নেওয়ার পর আমেরিকার (America) স্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (Health agency Centers for Disease Control and Prevention) জানিয়েছিল, কেউ আক্রান্ত হলে তাঁকে অন্তত ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।
কিন্তু দেখা যাচ্ছে, যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে একটা বড় অংশের শরীরে উপসর্গ নেই, বা মৃদু উপসর্গ রয়েছে। তাই এই নিয়মে বদল আনছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। বলা হচ্ছে, উপসর্গহীন আক্রান্তদের ১৪ নয়, ১০ দিন আইসোলেশনে থাকলেই চলবে।
জানা গিয়েছে, গত শুক্রবার সংস্থা নিজেদের স্বাস্থ্যবিধিতে আবারও বদল এনেছেন। নতুন নিয়মে বলা হয়েছে, বহুদিন ধরে এই ভাইরাসকে দেখার পর পরেই এই বদল আনছেন তারা। আগে কেউ আক্রান্ত হলে তাঁকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হত। তারপর দু’বার তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁকে ছুটি দেওয়া হত।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমনিতেই যতটা দরকার, ততটা পরীক্ষা করা যাচ্ছে না। তারমধ্যে একজনের জন্য দু’বার করে পরীক্ষা করা অর্থহীন। তাই যেসব আক্রান্তদের দেহে উপসর্গ নেই, তাঁদের ১৪ দিনের জায়গায় ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…