মাস্ক না পরলে আর থুতু ফেলল ১ লক্ষ টাকা জরিমানা আর ২ বছরের জেল! নতুন নিয়ম লাগু এই রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ হয়ে গেছে। আরেকদিকে, করোনার কারণে ঝাড়খণ্ড সরকার লকডাউনের আইন আরও কড়া করে দিয়েছে। এবার সার্বজনীন স্থলে মাস্ক না পরলে আর থুতু ফেললে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও দুই বছরের জেলের নিদানও রয়েছে। ঝাড়খণ্ড ক্যাবিনেট বুধবার রাতে সিদ্ধান্ত নিয়েছে। জানিয়ে দিই, বিগত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডে করোনার নতুন করে ৫১৮ টি মামলা সামনে এসেছে। রাজ্যে মোট আক্রান্তদের সংখ্যা বেড়ে ৬ হাজার ৭৬১ হয়েছে।

corona 40

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের আজ সকালের বুলেটিং অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আর ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে এই মারক ভাইরাসে। দেশে করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ১৬৭ টি সক্রিয় মামলা। এখনো পর্যন্ত এই মারক ভাইরাসকে হারিয়ে ৭ লক্ষ ৮২ হাজার ৬০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে এখনো পর্যন্ত মোট ২৯ হাজার ৮৬১ জন প্রাণ হারিয়েছেন।

দেশের রাজধানী দিল্লীর পর দেশের দ্বিতীয় প্লাজমা ব্যাংক চেন্নাইতে শুরু হয়েছে। রাজ্যের প্রিন্সিপ্যাল হেলথ সেক্রেটারি জে রাধাকৃষ্ণন জানিয়েছেন, করোনার রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা থেরাপির ব্যবহারে ভালো ফলাফল সামনে আসছে। আর সেই কারণে তামিলনাড়ু সরকার প্লাজমা ব্যাংক শুরু করেছে। দিল্লীতে দুই সপ্তাহ আগে দেশের প্রথম প্লাজমা ব্যাংক শুরু করা হয়েছিল।

corona 37

আরেকদিকে, তামিলনাড়ুর গভর্নর হাউসে করোনার সংক্রমণ পৌঁছেছে। গভর্নর হাউসের ৮৪ জন কর্মীর মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে, ফায়ার ব্রিগেড আর সুরক্ষাকর্মীদের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। রাজধানী চেন্নাইয়ের গভর্নর হাউসের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। গভর্নর হাউসে স্যানিটাইজের কাজ চলছে। যদিও কর্মচারীদের কারণে গভর্নর অথবা অন্য কোন বরিষ্ঠ আধিকারিক করোনায় সংক্রমিত হয়নি।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর