বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ! বাগদার দুই যুবকেকে ২০ বছরের সাজা ঘোষণা আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের নাগরিক এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে উত্তর 24 পরগনা জেলার বাগদার দুই যুবকের বিরুদ্ধে। প্রথমে তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হলেও বর্তমানে দুই যুবককে 20 বছরের জেল হেফাজতের নির্দেশ দিল বনগাঁ মহকুমা আদালত। এদিন দুই যুবক শরিফুল মল্লিক এবং মহসিন বিশ্বাসের বিরুদ্ধে এহেন রায় ঘোষণা করল বিচারক শান্তনু মুখোপাধ্যায়।

উল্লেখ্য, 2021 সালের সেপ্টেম্বর মাসে উত্তর 24 পরগনা জেলার বাগদা অন্তর্গত হরিহরপুর এলাকায় এক বাংলাদেশী যুবতীকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। এরপর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ গ্রেফতার করে তাদের। সেই সময় পকসো ধারায় যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে সেই মামলা চলার পর অবশেষে এদিন অভিযুক্তদের 20 বছর জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

এই প্রসঙ্গে সরকারি আইনজীবী অশোক প্রামানিক বলেন, “উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকায় এক যুবতীকে গণধর্ষণ করে শরিফুল মল্লিক এবং মহসিন বিশ্বাস নামে দুই যুবক। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়। এতদিন ধরে সেই মামলাটির শুনানি চলছিল, যার রায়দান হিসেবে এদিন অভিযুক্তদের বিরুদ্ধে 20 বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে অভিযুক্তদের আইনজীবী চুপ করে বসে নেই। তার দাবি, “প্রথমে শরিফুল ও মহসিনের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়। কিন্তু এরপর এদিন হঠাৎ গণধর্ষণের মামলায় তাদের বিরুদ্ধে রায়দান করা হলো। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে চলেছি।”


Sayan Das

সম্পর্কিত খবর