বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডে (RG Kar) ফের চাঞ্চল্যকর মোড়। এবার চার পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে বড় নির্দেশ আদালতের। আরজিকর মামলার তদন্তে গাফিলতির বিষয়ে চারজন কলকাতা পুলিশের আধিকারিকের ভূমিকা খতিয়ে দেখে সেইমতো পদক্ষেপ করার নির্দেশ দিল আদালত।
আরজিকর কাণ্ডে (RG Kar) এবার বড় নির্দেশ আদালতের
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার সময়েই আরজিকর কাণ্ডে (RG Kar) নিহত চিকিৎসকের বাবা মায়ের আইনজীবীরা ওই চারজন পুলিশ আধিকারিকের তদন্তে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আবার ওইদিনই নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের বিরুদ্ধে মামলার তদন্ত আধিকারিক, সিবিআই আধিকারিক সহ আইনজীবীদের অপমানের অভিযোগও উঠেছিল।
কী নির্দেশ দিল আদালত: এদিন শিয়ালদহ এসিজেএম আদালত নির্দেশ দেয়, ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অসংগতি এবং অপমানজনক আচরণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয়। পাশাপাশি আরজিকরের (RG Kar) চিকিৎসক এবং কর্মীদের ভূমিকাও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।
আরও পড়ুন : দীপাবলির আগেই DA ঢুকে যাবে অ্যাকাউন্টে? সরকারি কর্মীদের জন্য বড় সুখবর আসছে
মূল অভিযুক্তের সাজা: আরজিকর (RG Kar) কাণ্ডের পর এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মূল অভিযুক্ত সঞ্জয় রাই ইতিমধ্যেই আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হয়েছে এই মামলায়। তবে আদালতের বক্তব্য, এর অর্থ এটা নয় যে এই মামলার সঙ্গে আর কেউ জড়িয়ে নেই। বা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ নয়।
আরও পড়ুন : মহালয়ার দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির ডবল ডোজ! কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? চলে এল আপডেট
উল্লেখ্য, এখনও দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি সিবিআই। আগামী ১৪ নভেম্বর এই মামলার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জমা দিয়ে আরও একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।