বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনাভাইরাসের (Coronavirus) বিপদ হুহু করে বেড়েই চলেছে। গোটা দেশে বিগত ২৪ ঘণ্টায় প্রায় ২ লক্ষ নতুন মামলা সামনে এসেছে। ভারতে বিগত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৯৯ হাজার ৩৭৬টি নতুন মামলা সামনে এসেছে। এবং বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। ভারতে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৪০ লক্ষ ৭০ হাজার ৮৯০ জন এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এখনও পর্যন্ত ১ লক্ষ ৭৩ হাজার ১৫২ জন এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন।
দশ দিন আগে ভারতে দৈনিক আক্রান্তের মামলা ১ লক্ষ ছিল। মাত্র ১০ দিনেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। আমেরিকায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ২ লক্ষ পৌঁছাতে ২১ দিনের সময় লেগেছিল।
মহারাষ্ট্রে বুধবার ৫৮ হাজার ৯৫২টি নতুন মামলা সামনে এসেছে আর ২৫৮ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৫৭ লক্ষ ৮ হাজার ১৬০ হয়েছে। আর এখনও পর্যন্ত ৫৮ হাজার ৮০৪ জনের মৃত্যু হয়েছে এই মারক ভাইরাসে। রাজ্যের করোনায় মৃত্যুর হার ১.৬৪ শতাংশ। মহারাষ্ট্রে মোট সক্রিয় মামলা ৬ লক্ষ ১২ হাজার ৭০।
পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রাজ্যে চলা নির্বাচনের মধ্যে করোনার বাড়াবাড়ি নতুন করে আশঙ্কার সৃষ্টি করেছে। বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ৩০ হাজার ১১৬ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় ২ হাজার ২৯৭ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে। রাজ্যে মোট ৫ লক্ষ ৮৭ হাজার ৩৭ জন করনাকে হারাতে সক্ষম হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। রাজ্যে মোট সক্রিয় মামলা ৩২ হাজার ৬২১ এ দাঁড়িয়েছে।