দারুন খবরঃ ভারতে একদিনে সুস্থ হলেন ১১ হাজারের বেশি রোগী, দেশে কমছে আক্রান্তদের সংখ্যা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারীর বর্ধিত মামলা দেখে একদিকে যেমন চিন্তা হচ্ছে, তেমনই আরেকদিকে কিছু রিপোর্ট দেখে মনকে শান্তও করা যাচ্ছে। করোনার মোট মামলা বেড়ে ১ লক্ষ ৫০ হাজার ছাড়ালেও এই ভাইরাসে আক্রান্ত রোগীদের ঠিক হওয়ার সংখ্যাও লাগাতার বেড়ে চলেছে।

শনিবার জারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১১ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছে। এটা একদিনে দায়ের করা ঠিক হওয়া রোগীদের সবথেকে অধিক সংখ্যা। এখনো পর্যন্ত দেশে মোট ৮২ হাজার ৩৬৯ জন রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে।

এর পরিণামস্বরুপ করোনায় ঠিক হওয়া রোগীর সংখ্যা গত দিন গুলোর তুলনায় ৪.১ শতাংশ বেড়ে ৪৭.৪০ শতাংশ হয়ে গেছে। এখন দেশে মোট রোগীর সংখ্যা ৮৯ হাজার ৮৯৭ থেকে কমে ৮৬ হাজার ৪২২ হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২৯ মে ২০২০ পর্যন্ত আইসিইউ-তে করোনার ২.৫৫%, ভেন্টিলেটরে ০.৪৮% আর অক্সিজেনে ভরসায় ১.৯৬% রোগী আছে। এছাড়াও দেশজুড়ে ৪৬২ টি সরকারি ল্যাবে ২০০ টি বেসরকারি ল্যাবের মাধ্যমে পরীক্ষণের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে।

এখনো পর্যন্ত দেশে ৩৬ লক্ষ ১২ হাজার ২৪২ জনের পরীক্ষা করানো হয়েছে। শুধুমাত্র শুক্রবারেই ১ লক্ষ ২৬ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সম্পর্কিত খবর

X