ভারতের এই গ্রামের কাছে হেরে গেছে করোনা, এখনও পর্যন্ত সংক্রমিত হয়নি একজনও

বাংলা হান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামিতে এই মুহূর্তে হিমশিম খাচ্ছে ভারত। সংক্রমণের ঢেউ কিছুটা কমলেও এখনো আক্রান্ত হচ্ছেন কয়েক লক্ষ মানুষ। মৃত্যু সংখ্যাও প্রতিদিনই কয়েক হাজার। এমত অবস্থায় আপনি যদি শোনেন ভারতের কয়েকটি গ্রাম রয়েছে যা এখনও একেবারেই করোনামুক্ত অবাক হবেন কি?

হ্যাঁ রয়েছে এমন একটি গ্রাম, যেখানে এই দ্বিতীয় ঢেউয়ের জোয়ারেও প্রবেশ করেনি করোনা। করোনার প্রথম ঢেউয়ের তুলনায় এই দ্বিতীয় ঢেউ ছিল অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু ভয়ানক এই ঢেউকেও দারুণভাবে সামাল দিয়েছে এই গ্রাম। ওড়িশার গঞ্জম জেলার করঞ্জার গ্রামের বর্তমান জনসংখ্যা ১২৩৪ জন। বাস করে প্রায় ২৬১টি পরিবার। পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরেও কাজ করেছেন বেশ কিছু মানুষ। আর লকডাউনের আগে ফিরেও এসেছেন তারা। তবে কিভাবে করোনাকে রুখে দিল এই গ্রাম? শুধু প্রথম ঢেউ নয়, দ্বিতীয় ঢেউয়ের সময়েও গামে করোনা পরীক্ষা করানো হয়েছিল প্রায় ৩২ জনের। কিন্তু প্রত্যেকের রিপোর্টে নেগেটিভ আসে। কয়েক দিন আগে এই গ্রামের খবর পৌঁছায় জেলাশাসক বিজয় কুলঙ্গের কানেও। খোঁজখবর নিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানান,
“গ্রামের বাসিন্দারা কোভিড-১৯ ভাইরাস সম্পর্কে খুবই সচেতন। শিশু থেকে বয়স্ক, পুরুষ থেকে মহিলা সকলেই মাস্ক পরে থাকেন বাইরে বেরলে। সেই সঙ্গে কঠোর ভাবে মেনে চলেন সামাজিক দূরত্ব। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে অযথা বেরোন না।’’

শুধু তাই নয়, জানা গিয়েছে কত বছর থেকে কোন বিবাহ বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান পালন করেনি এই গ্রাম। যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে কঠোরভাবে দু সপ্তাহ কোয়ারেন্টাইন থাকতে হয়েছে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে। আর তারপরেই ঘরে ঢোকার অনুমতি পেয়েছেন তারা। এছাড়া রয়েছে সামাজিক দূরত্ব বিধি পালন। জানা গিয়েছে এই বিষয়ে খুব সচেতন তারা। আর এইসব কঠোর নিয়ম বিধি পালনের কারণেই এখনো পর্যন্ত সম্পূর্ণ করোনামুক্ত এই গ্রাম।

এই মুহূর্তে ভারতে অবশ্য বেশ কিছুটা আশার আলো দেখাচ্ছে সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। পরিমাণটা বেশি বেশি হলেও গত কয়েকদিনের সংক্রমনের তুলনায় তা অনেকটাই কম। আশাব্যঞ্জক ভাবে মৃত্যুর সংখ্যাও কিছুটা পড়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৭৪১ জনের। তবে ওড়িশার এই গ্রাম দেখিয়ে দিল কোভিড বিধি সঠিকভাবে পালন করলে সম্পূর্ণভাবে করোনামুক্ত থাকতে পারেন আপনিও।

Abhirup Das

সম্পর্কিত খবর