বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন যে, তারা তৃণমূলের অপশাসন পশ্চিমবঙ্গ থেকে দূর করবে এবং এ কারণেই পৌরসভা এবং পঞ্চায়েত স্তরে হঠাৎ করে বড়লোক হওয়া তৃণমূল নেতাদের নিয়ে তারা এক সংকলন প্রকাশ করবে। এরপরে আবার নতুন এক কর্মসূচি নিয়ে নামলো বাম দল। কর্মসূচির নাম ‘পাহারায় পাবলিক’।
সিপিএমের রাজ্য কমিটির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে লেখা রয়েছে, “রাজ্যজুড়ে তৃণমূলের নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়ার্সরা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে আপনার অঞ্চলে ভাদু শেখের মতো তৃণমূল নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি পূরণ করুন। আপনার নাম এবং যাবতীয় তথ্য এখানে সুরক্ষিত থাকবে। রাজ্যজুড়ে তৃণমূলের তোলাবাজি, দুর্নীতি এবং বে-আইনি সকল কারবার রুখতে আমাদের সাহায্য করুন।”
সিপিএম নতুন কর্মসূচি ‘পাহারায় পাবলিক’ এর মাধ্যমে তিনি রেড ভলান্টিয়ার্সদের এগিয়ে আসতে বলেছেন। করোনাকালে এই বাহিনী ব্যাপকভাবে আলোচনায় ছিলো। সেই সময় সাধারণ মানুষের যথেষ্ট সেবা করে তারা এবং এরপর করোনা কেটে গেলেও সেই ভলান্টিয়ার্সদের পাহারাদার হিসেবে ব্যবহার করতে চাইছেন মহম্মদ সেলিম।
একসময় সিপিএমের নীতি ছিলো, সিপিএম কর্মীদের মধ্যে এমন জনসংযোগ রাখতে হবে যাতে কার বাড়িতে কি হচ্ছে, সবকিছুই দলের জানা থাকে। কিন্তু মাঝখানের কিছু সময়ে দলের মধ্যে এই সংযোগ ব্যবস্থার অভাব দেখা যায়। কিন্তু বর্তমানে পুরনো নীতি ফিরিয়ে এনে সিপিএম দলকে পশ্চিমবঙ্গের বুকে পুনরায় যে চাঙ্গা করতে চাইছেন দলের রাজ্য সম্পাদক, সে বিষয়ে মত বিশেষজ্ঞদের।