বাংলা হান্ট ডেস্ক : কম্যুনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (Marxist) অর্থাৎ CPI(M) তাদের ভোটের প্রচারে নেমে পড়েছে। যদিও জনমত সমীক্ষা বলছে ফলাফল খুব একটা ভালো নয়। কিন্তু তাও বড় বড় দাবি থেকে মোটেই পিছু হঠছেনা তারা। তাদের নির্বাচনী ইস্তাহারেও রয়েছে বেশ বড় বড় সমস্ত দাবি। বিরোধীদের অভিযোগ, দেশ চুলোয় গেলেও তোষণমূলক এবং শোষণমূলক রাজনীতি করে হলেও ক্ষমতায় আসতে চায় বামেরা।
সিপিএমের নির্বাচনী ইস্তাহারের কথা বললে প্রথমেই উঠে আসে তাদের জম্মু কাশ্মীর নিয়ে অবস্থানের কথা। তারা সাফ জানিয়ে দিয়েছে যে, নির্বাচনে জিতলেই ফিরিয়ে আনা হবে সংবিধানের 35(A) এবং 370 ধারা। সাথে জম্মু কাশ্মীরে অবিলম্বে বিধানসভা নির্বাচন করার কথাও রয়েছে সেখানে। একই সাথে পশ্চিমবঙ্গে সিপিআইএমে তরফে রয়েছে বিশেষ ‘ভাঙো অচলায়তন’ নামে একটি অংশ।
CPIM জানিয়ে দিয়েছে, তারা ক্ষমতায় এলেই দেখে নেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (RSS)। এমনকি RSS এর সাথে যুক্ত থাকা প্রত্যেক সরকারি কর্মীকে নাকি ছাঁটাই করতেও পিছপা হবেনা তারা। নিষিদ্ধ করা হবে সেনাকে। এছাড়া শিক্ষা বিষয়ক ক্ষেত্রে তাদের ইস্তাহারে বলা হয়েছে যে, নতুন জাতীয় শিক্ষানীতিও তারা বাতিল করে দেবে। সাথে GDP এর ৬% ব্যবহার করা হবে শিক্ষাক্ষেত্রে।
আরও পড়ুন : IPL-র মরশুমে দুঃসংবাদ! মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত তারকা ক্রিকেটার, শোকস্তব্ধ ভক্তরা
শ্রমের ক্ষেত্রেও বড় বড় দাবী থেকে পিছিয়ে নেই তারা। সেখানে সিপিআইএম প্রতিশ্রুতি দিয়েছে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে নিয়ে আসা হবে নতুন শ্রম আইন। একই সাথে বাতিল করে দেওয়া হবে শ্রমিক বিরোধী শ্রমবিধি। এছাড়া কাজের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে চায় তারা।
আরও পড়ুন : T20 বিশ্বকাপে পাকা রিঙ্কুর জায়গা, এই প্লেয়ারকে বাদ দেবেন আগরকর! সিদ্ধান্তের পথে BCCI
কম্যুনিস্ট দলটির আরো কয়েকটি বড় বড় দাবীর মধ্যে রয়েছে, সামাজিক সুরক্ষা দেওয়া হবে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। রাজ্যের কোষাগারের এমনিই বেহাল দশা, সেখান থেকেই সমস্ত বেকারদের বেকারভাতা দেওয়ার দাবি রয়েছে। এছাড়া নারীদের জন্য ৩৩% সংরক্ষণের কথাও উল্লেখ করেছে তারা।
আরও পড়ুন : সংখ্যালঘুদের হুমকির জেরে বন্ধ নাম সংকীর্তন, প্রশাসনের দ্বারস্থ আতঙ্কিত বর্ধমানবাসী
CPIM-এর ইস্তেহার দেখে সোশ্যাল মিডিয়াতে নানান প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে বেশিরভাগই এই ইস্তেহার নিয়ে মজা ওড়াচ্ছেন। কারো বক্তব্য এই নির্বাচনী ইস্তেহার ‘১.৫% এর বাতেলা’!, আবার আরেকজন এই নিয়ে লিখেছেন ‘মুখে মারিতং জগৎ’। এখন দেখার CPIM আদৌ কোনো আসন পায় কিনা!