‘চাঁদে গিয়েছে মোদীর জন্য’, ‘কার্যকর হবে না মহিলা বিল’! বিস্ফোরক দাবি বিকাশের

বাংলা হান্ট ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিস্ফোরক রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। বাংলা হান্ট-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একের পর এক বোমা ফাটালেন তিনি। বিকাশবাবু বলেন, ‘লোকসভা ভোটের (Loksabha Election) আগে যখন দিকভ্রান্ত হয়ে গিয়েছে বিজেপি, তখন জরুরি অধিবেশন ডাকতে হল। কিন্তু এই জরুরি অধিবেশনে একটাও জরুরি বিল নেই। মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) একটা পুরোনো বিষয়। বহু বছর ধরে লোকসভা-রাজ্যসভায় আলোচিত হচ্ছে। এমন একটা বিল আনল যা এখন কার্যকরী হবে না। এরা কি পাগল না শয়তান?’

সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করতেই কংগ্রেসের (Congress) তরফে দাবি করা হয়েছে, এই বিল তাদের আমলেই আনা। এদিকে বিজেপি (BJP) এই বিলের কৃতিত্ব নিতে মরিয়া। এই নিয়ে বিকাশবাবু বলেন, ‘এটা কারওর কৃতিত্ব নয়‌। এই কৃতিত্ব মহিলাদের, যারা এত বছর ধরে সংগ্রাম করেছেন।’

   

উল্লেখ্য, সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। এদিন এই নিয়েও তোপ দাগেন বিকাশ রঞ্জন। তিনি বলেন, ‘জরুরি অধিবেশনে কিছু না পেয়ে চন্দ্রযানের সাফল্য নিয়ে আলোচনা হচ্ছে‌। চন্দ্রযান-৩ এর সাফল্যের জন্য গোটা ভারতবাসী গর্বিত এবং উচ্ছ্বসিত। এর জন্য অধিবেশন ডাকার প্রয়োজন ছিল না। এই করেছি, সেই করেছি বলছে। চাঁদে গেছে মোদীর জন্য। এসব অবাস্তব, অবৈজ্ঞানিক চিন্তাধারা প্রকাশ করার চেষ্টা করছে। মনে করে সাধারণ মানুষ এতটাই বোকা! সাধারণ মানুষই এর জবাব দেবে।’

অন্যদিকে, নতুন সংসদ ভবনের প্রবেশের সময় সাংসদদের একটি করে কিট দেওয়া হয়েছে, যেখানে সংবিধানের (Constitution) অনুলিপি রয়েছে। আর সেই সংবিধানে নাকি দুটি শব্দ নেই। একটি সমাজতান্ত্রিক (Socialist) এবং অপরটি সেকুলার বা ধর্মনিরপেক্ষ (Secular)। এরও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘মোদী যাদের এই বইটা ছাপাতে দিয়েছেন, তাদের বলে দেওয়া হয়েছিল এই দুটি শব্দ না রাখলেই ভালো। এই সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দ নেই, তাহলে কী আছে? হিন্দুত্ব! হিন্দুত্ব (Hindu) এভাবে চালু করা যায়?’

Avatar
Monojit

সম্পর্কিত খবর