কুণালকে টেস্টটিউব বেবি বলা ভুল, ‘আমি লজ্জিত’! ক্ষমা চাইলেন শতরূপ, তবে …

বাংলা হান্ট ডেস্কঃ শিরোনামে এখন সিপিএম যুবনেতা শতরূপের ২২ লাখের গাড়ি। আর সেই গাড়ি নিয়েই জোরদার বিতর্ক। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। শতরূপ ঘোষকে (Shatarup Ghosh) আইনি নোটিস পাঠিয়ে এমনটাই জানিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেছিলেন প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স করে নিজের ভুল স্বীকার না করলে, ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন কুণাল।

এর প্রেক্ষিতে সংবাদমাধ্যমকে সাফ কথায় শতরূপ বলেন, ‘কুণাল ঘোষ নিয়ে যা বলেছি বেশ করেছি। ৭২ ঘণ্টা কেন, ৭২ সেকেন্ডের মধ্যে মামলা করুক। কোর্টে দেখা হবে। তবে টেস্টটিউব বেবি মন্তব্যটা নেতিবাচক অর্থে ব্যবহার করায় আমি লজ্জিত। এটা অবৈজ্ঞানিক কথা। এটা বলা আমার উচিৎ হয়নি।’

এবার চলে যাই ঘটনার একেবারে শুরুতে। দিন দুয়েক আগে শতরূপের উপার্জন নিয়ে প্রশ্ন তুলে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন কুণালবাবু। তার দাবি, “২০২১ সালের নির্বাচনী হলফনামায় শতরূপের সম্পত্তির হিসেব ২ লাখ টাকা। সেই শতরূপ কীভাবে ২২ লাখ টাকার গাড়ি কিনলেন?” হঠাৎ এইভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে করা ওঠায় শুরু হয় রাজনৈতিক তরজা।

shatarup

তবে এ প্রসঙ্গে শতরূপের জানান, “যে গাড়িটির কথা বলা হচ্ছে, সেটি আমি জানুয়ারি মাসে কিনেছি। এই গাড়ির টাকা আমার বাবা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেকে করেছেন। রাজ্যের হাতে ইকোনমিক অফেন্স উইং বলে একটি সংস্থা রয়েছে। যদি কোথাও টাকা পয়সা নিয়ে কোনও সন্দেহ থাকে তাদের, তাহলে সোশ্যাল মিডিয়ায় না বলে সেই সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে।”

আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে এক সাংবাদিক বৈঠক করেন শতরূপ। সেখানে নিজের গাড়ি সংক্রান্ত যাবতীয় নথি প্রকাশ্যে এনে কুণালকে আক্রমণ করে বলেন, ‘আমি জানি না… হতে পারে কুণাল ঘোষের বাবার হয়ত কুণাল ঘোষ ছাড়াও অনামে বেনামে আরও এদিকে-ওদিকে সন্তান ছড়িয়ে ছিলেন। তাই ওর বাবা হয়ত যখন কিছু কিনতেন, কোন সন্তানের নামে কিনবেন, তা বুঝতে না পেরে নিজের নামেই সব কিনতেন। আমি জানি না উনি টেস্ট টিউব বেবি কিনা।’ এদিন এই মন্তব্যের প্রেক্ষিতেই ক্ষমা চাইলেন বাম নেতা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর