বাংলাহান্ট ডেস্ক : মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিনোদুনিয়ার মহাতারকা হওয়ার পাশাপাশি বিজেপিরও সক্রিয় সদস্য তিনি। এতদিন তো সকলে তেমনটাই জানতেন। তবে এবার যদি বলা হয়, বিজেপি নয়, বরং সিপিএম দলের নেতা মিঠুন চক্রবর্তী! গুগলি খেলেন তো? আসলে সমনামের কারণেই এই বিভ্রাট। ব্যাপারটা খোলসা করে বলা যাক।
সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)!
চলতি বছরের অগাস্ট মাসে হুগলিতে রাজনৈতিক সংঘাতের একটি মামলায় পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়ায় বিরোধী রাজনৈতিক দলগুলি। তাতে সক্রিয় ভূমিকা ছিল সিপিএমের। এই মামলায় গত সপ্তাহে আগাম জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন কয়েকজন সিপিএম নেতা, যাঁদের মধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী।

রসিকতা বিচারকেরও: হুগলি জেলার একটি নিম্ন আদালতে এই মামলায় আগাম জামিন নিতে হাজির হয়েছিলেন সিপিএম নেতারা। সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নাম ডাকার সঙ্গে সঙ্গে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন তাঁরা। সবশেষে মিঠুনের নাম ডাকা হতেই নাকি চমকে ওঠেন বিচারক। রসিকতা করে তিনি বলেন, ‘আরে মিঠুন চক্রবর্তী! আপনি তো বিজেপিতে ছিলেন। সিপিএম হলেন কবে?’
আরও পড়ুন : ‘…কেঁদেও কুল পাবেন না’, বাংলাদেশ বর্বরতার বিরুদ্ধে সোচ্চার জাহ্নবী
সমনাম নিয়ে বিভ্রাট: সূত্রের খবর অনুযায়ী, মিঠুন নাকি বিনয়ের সঙ্গে বিচারককে বলেন, নাম এবং পদবির মিল থাকলেও তিনি বরাবর সিপিএমই করেন। এ বিষয়ে অবশ্য সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, যতদিন পর্যন্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন, ততদিন পর্যন্ত সিপিএম নেতা মিঠুনের কোনও বিড়ম্বনা হয়নি। তবে তারকা মিঠুন তৃণমূলে যোগ দিতেই তাঁর বিড়ম্বনা শুরু হয় বলে খবর।
আরও পড়ুন : ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি না হলে টাকা ফেরত! গ্রাহক টানতে ‘প্রিমিয়াম’ পরিষেবা ডাক বিভাগের
জানা গিয়েছে, পেশাগত সূত্রে পর্যটক সমন্বয়ের কাজ করেন মিঠুন। আবার দলের সঙ্গেও সক্রিয় ভাবে যুক্ত তিনি। আগামী জানুয়ারি মাসে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলেও খবর।












