‘মৃত বাবার পিন্ডি দান শুনেছি, কিন্তু ছেলে হয়ে তাঁর পিন্ডি চটকাচ্ছেন উদয়ন!’, কটাক্ষ মহম্মদ সেলিমের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে কঙ্কালসায় দশা রাজ্যের। বঙ্গের বিভিন্ন দলের নেতা-মন্ত্রীরা ধীরে ধীরে মুখ খুলছেন এই প্রসঙ্গে। যা নিয়ে ক্রমেই চড়ছে পারদ। এই পরিস্থিতিতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। নিয়োগ দুর্নীতি নিয়ে দুদিন আগেই তার বাবা মৃত কমল গুহকে কাঠগোড়ায় তুলেছিলেন উদয়ন। যা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনার ঝড়। এদিন এই নিয়েই মন্তব্য করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)।

ঠিক কী বললেন বাম নেতা? এদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে উদয়ন গুহর মন্তব্য প্রসঙ্গে
মহম্মদ সেলিম বলেন, “মৃত বাবার পিন্ডি দান করে শুনেছি, কিন্তু একজন ছেলে হয়ে পিতৃঋণ শোধ করার বদলে কোনও ছেলে যে পিন্ডি চটকাতে পারে, এটা তৃণমূলে গিয়ে বুঝিয়ে দিলেন উদয়ন গুহ।”

tmc cpm 1

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। বিগত কিছুমাস ধরে শিক্ষক কেলেঙ্কারিতে একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রীর নাম জড়ানোর যথেষ্টই অস্বস্তিতে শাসকদল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক বন্দোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের মতো নেতারাও বর্তমানে ইডির জিম্মায়। অন্যদিকে,
দুর্নীতি ইস্যুতে দলের ওপরে ওঠা অভিযোগ সরিয়ে পাল্টা বাম জমানায় নিয়োগে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। সুপারিশেই চাকরি হয়েছে সিপিএম (CPM) আমলে বহুজনার এমনটাই অভিযোগ নিয়ে সরব শাসকদল।

এসবের মধ্যেই দলের যুক্তিকে আরও মজবুত করতে মুখ খুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার বিস্ফোরক দাবি, বাম আমলে দলের কোটায় চাকরি হতো। শরিক দলের সুপারিশেও বহু চাকরি হয়েছে। তিনি বলেন, “বাম আমলে আমি ফরওয়ার্ড ব্লক করতাম। বলতে বাধা নেই। চাকরি ভাগ হত। বড় অংশ পেত সিপিএম। কারণ তারা বড় পার্টি। জেলার দ্বিতীয় বৃহত্তম পার্টি হিসেবে পরের অংশ পেত ফরওয়ার্ড ব্লক। বাকি সামান্য অংশ আরএসপি, সিপিআইয়ের জন্য ভাগ হতে। সেই কোটা অনুযায়ী যাদের নাম থাকত, তারাই চাকরি পেতেন। যোগ্যতা দেখা হত না।”

udayan

এরপরেই এই প্রসঙ্গে তার বাবার নাম টেনে আনেন উদয়ন। জোর গলায় বলেন, বাম আমলে তার বাবাও বহু মানুষকে চাকরি পাইয়ে দিয়েছেন। তার কথায়, “আমার বাবা যখন বাম আমলে মন্ত্রী ছিলেন, তখন অনেক দপ্তরে নিয়োগ করেছিলেন। আগেও চাকরি দেওয়ার কাজ হতো, পরেও হবে।” প্রসঙ্গত, প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বাবা বাম আমলে কৃষি মন্ত্রী ছিলেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর