বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট (Cricket) এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয়তম খেলাগুলোর মধ্যে একটি। কিন্তু এটা কি বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া। উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় হলেও গোটা বিশ্বে এর গ্রহণযোগ্যতা কতটা? এমন নানান রকম প্রশ্ন থেকেই যায়। কিন্তু এবার এই সকল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালীন তিনি জানিয়ে দিয়েছেন বিশ্ব ক্রীড়া ইতিহাসে ক্রিকেটেই হলো শ্রেষ্ঠ খেলা।
তার এই বক্তব্য সঙ্গে অনেকেই হয়তো সহমত হতে পারবেন না। এই বক্তব্যের পেছনে যুক্তি উঠে আসবে যে ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে খেলে হাতে-গোনা কয়েকটি দেশ। যেখানে ফুটবল, টেনিস বা হকির মতো খেলাগুলিতে যুক্ত রয়েছে বিশ্বের বহু দেশ। তা সত্ত্বেও গম্ভীরের এমন দাবি অনেকের কাছে পরিহাস বলে মনে হয়েছে। কিন্তু গম্ভীর নিজের দাবির পেছনে যুক্তিও দেখিয়েছেন।
তিনি জানিয়েছেন যে ক্রিকেট খেলায় বিভিন্ন পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নিতে হয় যে কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি বলেছেন, “টেস্টে সকালবেলায় ক্রিকেটারদের একরকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং দিনের বাকি সময় চ্যালেঞ্জটা থাকে সম্পূর্ণ অন্যরকম। ওডিআই বাদ দিয়েই বলছি টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে ক্রিকেটারদের চেয়ে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় তা অন্য কোন খেলায় দেখতে পাওয়া সম্ভব নয়।”
যদিও তার এই বক্তব্যের সঙ্গে একমত হচ্ছেন নাকি অনেকেই। শুধুমাত্র বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে খেলতে হয় বলেই একটা খেলাকে বাকি দেখছে বড় বলে এমন ভাবে ঘোষণা করা যায় না বলে অনেকেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এমন মন্তব্যের কারণে গৌতম গম্ভীরকে ট্রোলড হতে হয়েছে।
তবে এইসব ব্যাপার যে গম্ভীরের ওপর কোনওরকম প্রভাব ফেলবে না তা সকলেই জানেন। তিনি বরাবরই স্পষ্টবাদী এবং নিজে যেটা ঠিক মনে করেন সেটা প্রকাশ্যে বলতে ভয় পান না। এই শহরের কারণে তিনি অতীতেও অনেকবার বিতর্কে জড়িয়েছেন এবং ভবিষ্যতেও জড়াবেন এমনটা আশা করাই যায়।