‘সস্তার জনপ্রিয়তা আর টাকার জন্য এসব বলছে” দানিশ কানেরিয়াকে পাল্টা আক্রমণ আফ্রিদির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে দানিশ কানেরিয়ার তোলা যাবতীয় অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। সম্প্রতি একাধিকবার প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিন বোলার দানিশ কানেরিয়া। তার প্রতি যে অবিচার হয়েছে এবং সেই অবিচারের সাথে আফ্রিদি যে ওতপ্রোত ভাবে জড়িত এই অভিযোগ তিনি অনেক আগে থেকেই করেছেন। কিন্তু সম্প্রতি যে তথ্য তিনি দিলেন তা ছিল আরও মারাত্মক।

তিনি হিন্দু ক্রিকেটার সেইজন্য তার প্রতি দুর্ব্যবহারের সাথেসাথে আফ্রিদির বিরুদ্ধে ধর্ম পরিবর্তন করতে চাপ দেওয়ার মতো মারাত্মক অভিযোগ এনেছেন কানেরিয়া। তিনি জানিয়েছেন যে তাকে হিন্দু থেকে মুসলমান ধর্মে পরিবর্তিত হওয়ার জন্য চাপ দিয়েছিলেন প্রাক্তন পাক অলরাউন্ডার। তিনি আরও জানিয়েছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মহম্মদ ইজাজ বাট, তার অভিযোগকে কোনও গুরুত্বই দেয়নি।

Danish Kaneria YouTube

কানেরিয়া আরও যোগ করে বলেছেন “আফ্রিদি চায়নি আমি দলে থাকি। তিনি একজন মিথ্যাবাদী, প্রতারক এবং তিনি একজন চরিত্রহীন ব্যক্তি। কিন্তু আমার মনোযোগ শুধুমাত্র ক্রিকেটের প্রতি ছিল এবং আমি এই সমস্ত নোংরামি উপেক্ষা করতাম। শাহীদ আফ্রিদিই একমাত্র ব্যক্তি যে অন্য খেলোয়াড়দের কাছে গিয়ে তাদের আমার বিরুদ্ধে উস্কানি দিত। আমি ভালো পারফর্ম করছিলাম যখন তখন সে আমাকে ঈর্ষা করতো। আমি গর্বিত যে আমি পাকিস্তানের হয়ে খেলেছি। আমি বাকি সকলের কাছে কৃতজ্ঞ ছিলাম।”

সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদি। ধর্মের জন্য কোনও ক্রিকেটারের সাথে এমন আচরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। তার মতে সহজে কিছু অর্থ এবং জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যে এই ধরণের ভিত্তিহীন অভিযোগ করছেন কানেরিয়া। এই ধরণের অভিযোগকে তিনি গুরুত্ব দেন না বলেও জানিয়েছেন প্রাক্তন তারকা অলরাউন্ডার। তার মতে সকলেই কানেরিয়ার চরিত্র সম্পর্কে জানেন। বোর্ডের কাছে অভিযোগ না করে ভারতীয় সংবাদ মাধ্যম কে এই সাক্ষাৎকার দিয়েছেন কানেরিয়া যাতে ধর্মীয় দিক ব্যবহার করে সহানুভূতি কুড়োতে পারেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর