এই সময় বুকিদের পাতা ফাঁদে পা দিতে পারেন ক্রিকেটাররা, আইসিসির সতর্কবার্তার জবাব দিল BCCI

এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্ব লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছে। এমন অবস্থায় বিশ্বজুড়ে বন্ধ রয়েছে ক্রিকেট আর এই সময়টা প্রত্যেকটা দেশের ক্রিকেটাররা অত্যন্ত অলস ভাবে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। সেই কারণে তাদেরকে প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে। আর এটাকেই কাজে লাগাতে চাই যারা ক্রিকেটকে কলঙ্কিত করতে চান অর্থাৎ ক্রিকেট বুকিরা। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আইসিসির দুর্নীতি দমন শাখা।

আইসিসি তরফে দাবি করা হয়েছিল করোনা ভাইরাসের জন্য বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি চলছে, এমন অবস্থায় ক্রিকেটারদের ইনকাম অনেক গুন কমে গিয়েছে। সেই কারণে লকডাউন কেটে যাওয়ার পর ক্রিকেট শুরু হলে ক্রিকেটাররা বেশি করে অর্থ উপার্জনের জন্য বুকিদের পাতা ফাঁদে পা দিতে পারেন। আইসিসি এমনই দাবি করেছিলেন, আইসিসির সেই দাবির উপযুক্ত জবাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

830195838b2d8b757e19c40e1f512ba5a4af81ee40d45869232a93602abb48369265dd5a

আইসিসির এই দাবির ভিত্তিতে বিসিসিআই এর দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং জানিয়েছেন আইসিসির সাবধান করার অনেক আগে আমরা এই বিষয়ে ভারতীয় ক্রিকেটারদের সচেতন করে দিয়েছি। ভারতীয় ক্রিকেটাররা বুকিদের থেকে অনেক দূরে থাকবেন কারণ তারা অনেক বেশি সচেতন। বিসিসিআই এর দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং জানিয়েছেন আমরা ভারতীয় ক্রিকেটার জানিয়ে দিয়েছি যে এই সময়টা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের আপনাদের ফ্যান বলে পরিচয় দিয়ে আপনাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবে। এছাড়াও আপনাদের পরিচিত আত্মীয়স্বজনের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তাই এই সময়টা একটু সতর্কতা এবং সচেতন ভাবে জীবনযাপন করুন।


Udayan Biswas

সম্পর্কিত খবর