বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত ম্যাচে পেয়েছিলেন নিজের লিগ কেরিয়ারের ৫০০ তম গোল। গোটা ম্যাচে ৪ বার বল জালে ছড়িয়ে দিয়েছিলেন সিআরসেভেন। বড় ব্যবধানে জয় পেয়েছিল তার নতুন ক্লাব আল নাসের (Al Nassr)। এক সপ্তাহ পরে সৌদি লিগে ফের দেখা গেল রোনাল্ডো (Cristiano Ronaldo) ম্যাজিক। এশিয়ার মাটিতে নিজের প্রথম দুটি অ্যাসিস্ট পেলেন পর্তুগিজ মহাতারকা। তার পারফরম্যান্সে ভর করেই আল তাউওনকে নিজের ঘরের মাঠে ২-১ ফলে হারালো আল নাসের।
হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে ফির একবার লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল আল নাসের। রোনাল্ডোর এশিয়া এর যাত্রার শুরুটা খুব একটা সুবিধার হয়নি। প্রথম ম্যাচে কোন গোল পাননি। দ্বিতীয় ম্যাচে সৌদি সুপার কাপের সেমিফাইনালে তার উপস্থিতিতেই তার দল ৩-১ ফলে হারের সম্মুখীন হয়। কিন্তু পরিস্থিতি বদলায় তার পরের ম্যাচ থেকে।
সৌদি লিগে নিজের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলের হার বাঁচিয়েছিলেন রোনাল্ডো। তারপরের ম্যাচে একাই করলেন ৪ গোল। আর আজ নিজের চতুর্থ লিগের ম্যাচে জোড়া গোল করিয়ে দলকে জিতিয়ে দিলেন। এশিয়ার মাটিতে ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
আজ ম্যাচের ১৭ মিনিটে মাঝমাঠ থেকে ডিফেন্স ভেদ করা এক পাসে খুঁজে বার করেন আবদুল্লারহমান গরীবকে। সেই পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন সৌদি আরবের ফুটবলার। এরপর নিজেও বেশ কয়েকবার গোল করার মত জায়গায় পৌঁছে গিয়েছিলেন রোনাল্ডো কিন্তু গোলরক্ষকের দক্ষতায় স্কোরবোর্ডে নাম তুলতে পারেননি। দ্বিতীয়ার্ধে যখন প্রতিপক্ষ সমতা ফিরিয়ে দিয়েছে তখন ছয় গজ পেনাল্টি বক্সের ভেতরে রোনাল্ডোর থামানো বলকেই জালে জড়িয়ে জয় এনে দেন ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন টেলেস্কা।
RONALDO ARE YOU MAD WHAT AN ASSIST THE GOAT
pic.twitter.com/uTp7iHByFD— Trey (@UTDTreyyyy) February 17, 2023
এখন অনেকের কাছেই একটা প্রশ্ন উঠে আসছে সেটা হল যে রোনাল্ডো পর্তুগালে জার্সিতে আর খেলবেন কিনা। যদি এই ব্যাপারে রোনালদো কে জিজ্ঞাসা করা হয় তাহলে তিনি ১০০% নিশ্চিত ভাবেই পর্তুগালের জার্সিতে খেলতে চাইবেন। কিন্তু পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেজ তাকে জাতীয় দলে জায়গা দেবেন কিনা সেই নিয়ে চিন্তিত অনেকেই।