প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিপাকে ৮৪-র অলিম্পিকে স্বর্ণজয়ী খেলোয়াড়, হলেন নিষিদ্ধ

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বিপাকে প্রাক্তন হকি খেলোয়াড়। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক জয়ী পাকিস্তান দলের সদস্য রশিদ আল হাসানকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করল পাক সরকার। পাকিস্তানের ক্রীড়া কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইমরান খানের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে রশিদের বিরুদ্ধে।

পাকিস্তানের ডন পত্রিকার খবর অনুযায়ী, ৬২ বছর বয়সী রশিদ অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। তারা নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার কথা ভাবছে। দেশে হকির মান কমে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন রশিদ। এরপর পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) তাকে দশ বছরের জন্য নিষিদ্ধ করে।

এ বিষয়ে রশিদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাবলিক ফোরামে আমি প্রধানমন্ত্রীকে সব সময় শ্রদ্ধা করি। আমি শুধু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলাম যে ইমরান খান বলেছিলেন যে, তিনি হকিকে সঠিক পথে আনবেন কিন্তু গত তিন বছরে এমন কিছুই ঘটেনি। এর সাথে আমি এটাও বলেছিলাম যে ইমরান খান হকির জন্য কোনো ভালো কাজ করবেন না। দেশের নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার আছে, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করিনি।”

নিষেধাজ্ঞার পর রশিদ বলেছেন, এই সিদ্ধান্তে তিনি বিস্মিত। তিনি বর্তমানে পাকিস্তান হকি ফেডারেশনে কোনো পদে অধিষ্ঠিত নন। রশিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পিএইচএফ। বলা হচ্ছে যে, ফেডারেশন থেকে রশিদকে দুটি নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

tiff Former Olympian Rasheedul Hasan says ‘ball in Prime Ministers court copy

নোটিশ না পেয়ে পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) খালিদ সাজ্জাদ খোখার ও সেক্রেটারি আসিফ তাকে নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন। এর একটি অনুলিপি পাকিস্তানের সংসদের ক্রীড়া সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর