ভুল করে গ্রামে ঢুকে ‘কিডন্যাপ’ হল কুমির, ৫০ হাজার টাকা ‘মুক্তিপণ’ দাবি গ্রামবাসীদের

কুমির (crocodile) নিয়ে এক নতুন বিভ্রাট উত্তরপ্রদেশে (uttarpradesh) । ভুল করে ঢুকে পড়া এক কুমিরকে আটক করে ৫০ হাজার টাকা ‘মুক্তিপণ’ দাবি করল গ্রামবাসীরা। ঘটনাটি ইতিমধ্যেই শোরগোল তুলেছে দেশজুড়ে।

images 9 23

বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে নানা রকম অপহরণের খবর উঠে আসে। ছোট শিশু বা যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে দুস্কৃতিরা। কিন্তু কুমির অপহরণ? না! এমন ঘটনা মনে করতে পারছেন না কেউই। লক্ষ্ণৌ থেকে ১২০ কিলোমিটার দূরে লক্ষীপুর ক্ষেত্রী জেলার মিদানিয়া গ্রামে ঘটেছে এমনই ঘটনা।

জানা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারনে ভুল করে কুমিরটি ঐ গ্রামের এক পুকুরে আশ্রয় নেয়। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে বনদপ্তরে খবর দেয়৷ কিন্তু বার বার খবর দেওয়া সত্ত্বেও বনদপ্তরের কোনো কর্মী সেখানে হাজির হয় নি৷ অবশেষে গ্রামবাসীরা নিজেরাই সেই কুমিরটিকে বন্দী করে।

পরবর্তীকালে বনদপ্তরের কর্মীরা সেখানে উপস্থিত হলে কুমিরটিকে তারা বন দপ্তরের হাতে তুলে দিতে অস্বীকার করে এবং কুমিরের ‘মুক্তিপণ’ দাবি করে৷ তাদের দাবি ছিল গ্রামবাসীরা নিজের জীবন বাজি রেখে কুমিরকে ধরেছে তাই তাকে মুক্তপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। মুক্তিপণের পরিমান ছিল ৫০ হাজার টাকা।

বনকর্মীরা অনেক বোঝানোর চেষ্টা করেও নিরস্ত হন। শেষ পর্যন্ত তারা গ্রামবাসীদের জানান এইভাবে কোনো বন্যপ্রাণীর আটকে রাখা বেআইনি। পুলিশের ভয় দেখানো হলে শেষ পর্যন্ত তারা কুমিরটিকে ছেড়ে দিতে রাজি হন। বনদপ্তরের সূত্রে  জানা গিয়েছে, কুমিরটি সুস্থ আছে এবং তাকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।

 

সম্পর্কিত খবর