বাংলাহান্ট ডেস্ক: এ যেন টাকার ছড়াছড়ি! রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অজস্র এক-দু’টাকার চকচকে নতুন কয়েন। আর সেই খুচরো পয়সা তুলতেই রীতিমতো ভিড় জমে গিয়েছে গোটা এলাকায়। অবাক লাগছে? নিশ্চয়ই ভাবছেন এমনটা আবার হয় নাকি? আপনার অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা ঘটেছে খোদ হাওড়াতেই।
তবে, কোথা থেকে অগণিত খুচরো এল সেই বিষয়ে অবশ্য চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে, হাওয়া সিটি পুলিশের তরফে অনুমান করা হচ্ছে যে, গতকাল ভোরের দিকে কলকাতাগামী একটি দূরপাল্লার বাসের ছাদ থেকে দু’টি বস্তা কোনওভাবে পড়ে যায় সাঁতরাগাছি উনসানি আন্ডারপাসের রাস্তায়। তার মধ্যে একটি বস্তা ফেটে গিয়ে অসংখ্য কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ে।
আরোও পড়ুন : ‘বম্বে চলে কলকাতার জন্যই’, অরিজিতের কাছের মানুষের গান শুনে কেন একথা বললেন সৌরভ?
রাস্তা থেকে টপাটপ কয়েন কুড়িয়ে যে যাঁর ঝুলিতে ভরছেন, এইরকম একটি দৃশ্য দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল একের পর এক গাড়ি। মুহূর্তের মধ্যে যানজট তৈরি হয়ে যায় গোটা এলাকায়। গাড়ির লম্বা লাইন ছড়িয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলা পর্যন্ত। খবর শুনে ছুটে আসেন কোনা ট্র্যাফিক গার্ডের কর্মীরা।
আরোও পড়ুন : ফের নক্ষত্র পতন! প্রয়াত বিখ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, দুঃখের পাহাড় ভেঙে পড়ল যিশুর পরিবারে
ঘটনার প্রত্যক্ষদর্শী, উনসানির বাসিন্দা মোর্শেদ আলম সর্দার বললেন, ‘‘নমাজ পড়ে ফেরার সময়ে আমরা অনেকেই ওই ঘটনা দেখতে পাই। কিন্তু কী ভাবে এত কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ল, তা বুঝতে পারিনি। পরে জানলাম, বাসের ছাদ থেকে পড়েছে।’’ পুলিশ জানায়, যে বাসের ছাদ থেকে ওই কয়েনের বস্তাগুলি পড়েছে, সেটি চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।
হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘ঠিক কত টাকার কয়েন রয়েছে, তা গুনে দেখা হয়নি। বস্তাগুলি রেখে দেওয়া হয়েছে। কোনও দাবিদার এলে তাঁকে প্রমাণ করতে হবে যে, ওই কয়েনের বস্তা দু’টি তাঁরই। তবেই সেগুলি ফেরত দেওয়া হবে।’’ কিন্তু, বস্তাগুলো পড়ে যাওয়ার পরেও কেন বাস থামানো হলো না সেই বিষয়টি নিয়ে কিন্তু দ্বন্দ্ব বাড়ছে।