কাশ্মীরে ছয় বছরের শিশুর হত্যাকারী জেহাদি জাহিদকে খতম করল সেনা

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের (Srinagar) মালবাগ এলাকায় ভারতীয় সেনা (Indian Army) এনকাউন্টারে (Encounter) অনন্তনাগে জম্মু কাশ্মীর পুলিশ আর সিআরপিএফ জওয়ানের হত্যাকারী জঙ্গি জাহিদকে খতম করেছে। ওই এলাকায় জেহাদি জাহিদ এক ছয় বছরের শিশুরও হত্যা করেছিল। এনকাউন্টারে সেনার এক জওয়ানও শহীদ হয়েছেন।

পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক জানান, জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবর পাওয়ার পর সেবা বৃহস্পতিবার রাতে মালবাগ এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।

উনি জানান, জঙ্গিরা সেনাকে দেখা গুলি চালানো শুরু করে দেয়, এরপর সেনাও জঙ্গিদের উদ্দেশ্যে ফায়ারিং করে। সেনার এনকাউন্টারে একজন সিআরপিএফ জওয়ান, একজন জম্মু কাশ্মীরের পুলিশের জওয়ান আর এক শিশুর হত্যাকারী জেহাদি জাহিদ খতম হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর