আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন, ভারতেও মিলবে সস্তায় পেট্রোল-ডিজেল

বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেলে, গোটা দেশেও কমে যাবে পেট্রোল-ডিজেলের দাম (petrol diesel price)। যার ফলে কিছুটা সস্তা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম কমলেই, তারপর জাতীয় পর্যায়ে কমে যায় তেলের দাম- এমনটাই দেখা গিয়েছে বহুবার।

সপ্তাহের প্রথম দিনে পেট্রোল এবং ডিজেলের হার প্রকাশ করেছে ভারতীয় তেল কোম্পানিগুলি। ওমিক্রনের কারণে কমেছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ৭০ ডলারের নীচে নেমেছে অপরিশোধিত তেলের দাম।

petrol diesel price today 1583547148

পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে কেন্দ্র সরকার কিছুটা ছাড় দেওয়ার পর, কিছু রাজ্যের সরকারও বেশকিছুটা করে দামে ছাড় দেয়। তবে কিছু রাজ্য এখনও এই বিষয়ে সরকারের সঙ্গে সহমত হতে পারেনি। সেক্ষেত্রে এমনও অনেক সময় দেখা গিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষজন এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কম দামে পেট্রোল ডিজেল কিনে আনছেন।

জানিয়ে রাখি, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তীত হয় এবং নতুন দাম প্রযোজ্য হয়। এছাড়াও ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা 9224992249 নম্বরে, RSP এবং BPCL গ্রাহকরা 9223112222 নম্বরে RSP লিখে দাম জানতে পারবেন। আবার এইচপিসিএল গ্রাহকরা 9222201122 নম্বরে HPP price পাঠিয়েও দাম জানতে পারবেন।

এক নজরে দেখে দিন কিছু রাজ্যের পেট্রোল ডিজেলের দাম।
আজকের দিনে দাঁড়িয়ে দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ৯৫.৪১ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৪ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।
পাটনায় পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৫.৯২ টাকা এবং ডিজেলের দাম ৯১.০৯ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর