BCCI-র সামনে ঝুঁকল ক্রিকেট সাউথ আফ্রিকা, নিজের দেশের নিয়ম না মেনে নিল বড় সিদ্ধান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল এখন রয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে। এই সফরে বিরাট কোহলি-দের ৩টি টেস্ট ও ৩টি ওয়ান ডে খেলতে হবে। সফর শুরু হবে টেস্ট সিরিজের মধ্যে দিয়ে এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ শে ডিসেম্বর থেকে। তার আগে সেঞ্চুরিয়নের মাটিতে অনুষ্ঠিত হতে চলা প্রথম টেস্টের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও বিসিসিআই।

করোনার পরিপ্রেক্ষিতে, সিরিজ চলাকালীন, স্টেডিয়ামে ভক্তদের আগমনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এর আগে দক্ষিণ আফ্রিকায় সরকার টিকা নেওয়া হয়েছে এমন দুই হাজার ভক্তকে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দিয়েছিল।কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা এবং বায়ো বাবলের কথা মাথায় রেখে উভয় বোর্ডই এই সিদ্ধান্ত সঠিক হবে বলে মনে করছে।

bcci sourav ganguly reuters file 1575197401

এর আগে বিশ্বের অপর প্রান্তে অ্যাশেজে প্যাট কামিন্সের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। যার জন্য তিনি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। সিএসএ কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে যে করোনা সংক্রমণের ক্রমবর্ধমান সংখ্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনও বাধা-বিপত্তি ছাড়াই সফরটি শেষ করা যায়।

এর আগে, সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে করোনা অতিমারীর কারণে তাদের দেশের টি-টোয়েন্টি লিগ “এমএসএল” দ্বিতীয়বারের মতো বাতিল করা হয়েছে। এমএসএল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বোর্ড বলেছে যে ওমিক্রন আতঙ্কের কারণে বেশ কয়েকটি দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে টুর্নামেন্টটি বাতিল করতে বাধ্য হয়েছিল তারা। এর আগে ২০২০ এর অধিবেশনও মহামারীর কারণে এই টুর্নামেন্টটি বাতিল করা হয়েছিল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর