ধোনিধামাকা না হলেও কনওয়ে-দুবের দাপটে রানের পাহাড়ে CSK! প্রবল চাপে RCB

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চিন্নাস্বামীতে বেশিক্ষণ ধোনির ব্যাটিং দেখা হলো না ভক্তদের। সিএসকে ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্সের কারণে তাকে আজ মাঠে নামতে হয় ম্যাচের শেষ দুই বল বাকি থাকার সময়। ১ বলে ১ রান করেন তিনি। নিজেদের ঘরের মাঠে টসে জিতে প্রথমে বোলিং করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস।

শুরুতেই রুতুরাজ গায়কোয়াডকে সস্তায় ফিরিয়ে চেন্নাই সুপার কিংসকে বড় ঝটকা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু তারপর রাহানে তার জায়গা নিয়ে এই মরশুমে নিজের পরিচিত ছন্দে আরসিবি বোলিংকে আক্রমণ করা শুরু করেন। অপর ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে ৭৪ রানের একটি পার্টনারশিপের পর হাসারঙ্গার বলে বোল্ড হন রাহানে (৩৭)।

আজ কনওয়েও শুরু থেকে আক্রমণ করছিলেন বিপক্ষ বোলিংকে। কিন্তু কনওয়ে নিজের আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসেননি। শিবম দুবের সঙ্গে তার একটি অসাধারণ পার্টনারশিপ হয় এবং দুজনেই আগ্রাসী ব্যাটিং করে নিজেদের অর্ধশতরান সম্পূর্ণ করেন।

শেষপর্যন্ত ৪৫ বলে ছয়টি চার এবং ছয়টি ছক্কা সহ ৮৩ রান করে হর্ষল প্যাটেলের বলে বোল্ড হন কনওয়ে। দুইটি চার এবং পাঁচটি ছক্কা সহ ২৭ বলে ৫২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন শিবম দুবে। তাদের দাপটে ১৪ বা ১৫ তম ওভার থেকেই সকলের বুঝতে পারছিলেন যে চেন্নাই সুপার কিংস এর ২০০ রানের গণ্ডি অতিক্রম করবে। প্রশ্ন ছিল এটাই যে ২০০ সাথে আর কত রান যোগ করতে পারবেন তারা।

শেষ ওভারে দুটি কোমরের উচ্চতার ওপরে থাকা নো বল করে নিজের চতুর্থ ওভারটি সম্পূর্ণই করতে পারেননি হর্ষল প্যাটেল। ম্যাক্সওয়েল ওভার সম্পূর্ণ করতে আসায় তার পুরনো সুযোগ নেন রবীন্দ্র জাদেজা। এছাড়া শেষদিকে রায়ডু ৬ বলে ১৪, মঈন আলী ৯ বলে ১৯ রান করে সিএসকেকে পৌঁছে দেন ২২৬-এর স্কোর অবধি। আরসিবির প্রত্যেক বোলার একটি করে উইকেট নিলেও কেউই কৃপন বোলিং করতে পারেননি মহাম্মদ সিরাজ বাদে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর