রাজ্য জুড়ে চলা কাটমানি বিতর্কে এ বার নাম জড়াল হাওড়া শহরের,চাপে তৃনমুল

বাংলাHunt : আজ কাটমানি ফেরত চেয়ে পোস্টার পড়ল মধ্য হাওড়াতে।চার নম্বর বোরো অফিসের গেটে ও আশেপাশে পোস্টার নজরে আসে।দুই প্রাক্তন পুরপিতা সৌরভ দাস ও বিশ্বনাথ দাসের নামে পোস্টার পড়ে।তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি।তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কিছু বলতে চায়নি।তবে এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ঘটেছে বলে অনেকে মনে করছেন। পোস্টার নজরে পড়তেই উত্তেজনা ছড়ায়। হাওড়া পুরসভার প্রাক্তন পৌরপ্রধানদের নাম উল্লেখ করে ওই পোস্টারে লেখা, ‘ কাটমানি ফেরত দাও’।

রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি ফেরতের দাবিতে পোস্টার পড়ছে। কোথাও শাসকদল কোথাও ব্যক্তির নামে পোস্টার পড়ছে।

পঞ্চায়েতের কর্তাব্যক্তিদের বাড়ি, অফিসে বিক্ষোভও দেখাচ্ছে গ্রামবাসী। কোথাও তাতে ইন্ধন রয়েছে বিজেপির। কোথাও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বও এর পিছনে কাজ করছে বলে জানা গিয়েছে। তবে হাওড়া শহরে কাটমানি নিয়ে পোস্টার এই প্রথম। এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন।

PSX 20190705 145626
পাশাপাশি বিজেপির হাওড়া জেলার নেতা অজয় মান্না বলেন দুর্নীতি হয়েছে তাই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পাচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ এদের বাড়ির সামনে ধর্ণায় বসবে। টাকা ফেরত চাইবে। দুর্নীতির প্রকৃত তদন্ত হোক।


সম্পর্কিত খবর