বাংলা হান্ট ডেস্ক ঃ লোকসভার ফলাফলের পরেই আরও নড়েচড়ে বসেছে তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই টাকা ফেরানোর চাপ বাড়ছিল কাটমানি ফেরত দেওয়ার জন্য।
অবশেষে মঙ্গল করে নিজেদের জমি বন্ধক রেখে ১ লক্ষ ৩৫ হাজার টাকা গ্রামবাসীদের ফিরিয়ে দেন দুই তৃণমূল নেতা রাজীব রায় ও অসীম মিত্র।
জানা গিয়েছে, টাকা আদায়ের জন্য ওই গ্রামে সালিশি সভাও বসিয়ে ছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই সভাতেই সকলের সামনে তালিকা মিলিয়ে মোট ২৮ জন গ্রামবাসীকে নিজেদের টাকা ফিরিয়ে দেয় ওই দুই তৃণমূল নেতা।