BanglaHunt,পশ্চিম মেদিনীপুর:- মুখ্যমন্ত্রীর কাটমানি ঘোষনার পর নানা জায়গায় আওয়াজ উঠেছে কাটমানি ফেরতের।এবার সেই কাটমানি চাইতে গেলে অতর্কিতে ছুরি চালানোর অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা।
অঞ্চল সভাপতি কার্তিক জানার নির্দেশে গনেশ মাতিয়া নামে এক তৃণমূল সক্রিয় কর্মী বিজেপির এক কর্মীকে ধারালো ছুরি দিয়ে আক্রমন করে।আশঙ্কাজনকভাবে বিজেপি ওই কর্মী বাবুলাল গিরি ভর্তি হাসপাতালে।ঘটনা বেলদা থানার গোহিরাগেড়িয়া এলাকায়।বিজেপির অভিযোগ বিভিন্ন প্রকল্পে তৃণমূল শিবিরের বেশ কয়েকজন নেতৃত্ব কাটমানি নিয়েছেন।ফেরত হিসেবে চাইতে গেলে তার ছুরি দিয়ে আক্রমন করে।প্রানে মেরে ফেলারও চেষ্টা করে।
প্রানজোরে বাঁচেন ওই বিজেপি কর্মী বাবুলাল।তার হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।তাকে প্রথমে পুঁয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
তবে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেনি পুলিশ।লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে।