অষ্টমীর সকালে তৃণমূলের কুণালের পাড়ায় ‘বাঙালিবাবু’ রাজ্যপাল! একসঙ্গে দিলেন পুষ্পাঞ্জলি

বাংলা হান্ট ডেস্ক: রাজনীতির কচকচানি থেকে আপাতত রেহাই। অষ্টমীর (Astami) সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পাড়ার পুজোয় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এদিন একেবারে বাঙালি সাজে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় উপস্থিত হয়েছিলেন সি ভি আনন্দ বোস।

উল্লেখ্য, এই সুকিয়া স্ট্রিটেই কুণালের বাড়ি। আর রামমোহন সম্মিলনী পুজোর সঙ্গেও জড়িত তৃণমূল মুখপাত্র। এদিন রাজ্যপাল সুকিয়া স্ট্রিটে হাজির হতেই তাঁকে স্বাগত জানান তৃণমূল মুখপাত্র। মণ্ডপে ঢুকে বেশ কিছুক্ষণ পুজো (Durga Puja) দেখেন রাজ্যপাল। কুণালের সঙ্গে তাঁকে আলাপচারিতা করতেও দেখা যায়। এরপর কুণালকে পাশে রেখেই অষ্টমীর অঞ্জলি দেন রাজ্যপাল। অর্থাৎ, কুণাল-আনন্দ একসঙ্গেই পুষ্পাঞ্জলি দিলেন।

রাজ্যপাল হওয়ার পর এই প্রথম পুজোর মরসুমে রাজ্যে আছেন রাজ্যপাল। রামমোহন সম্মিলনীর পুজো উদ্যোক্তাদের বক্তব্য, রাজ্যপাল সম্ভবত এই প্রথমবার অষ্টমীতে অঞ্জলি দিলেন। কারণ, কতবার ফুল হাতে নিতে হয়, কতবার মন্ত্রোচ্চারণ করতে হয় এবং কখন তা প্রতিমার উদ্দেশে অর্পণ করতে হয়, সেই নিয়ম রাজ্যপালের জানা ছিল না। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপাল এসেছিলেন। অঞ্জলি দিয়েছেন। তাঁর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে।’

1200px C. V. Ananda Bose

সম্প্রতি রাজভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ। প্রায় ৩৫ মিনিট ধরে দু’জনের আলোচনা হয়। ওই বৈঠকের পর কুণাল জানিয়ে ছিলেন, সাক্ষাৎ ছিল ব্যক্তিগত। তবে একইসঙ্গে তিনি জানান, অতীতে রাজ্যপাল যখনই রাজ্য সরকারের কাজের পথে ‘বাধা’ হয়ে দাঁড়িয়েছেন, শাসকদলের মুখপাত্র হিসেবে তিনি তাঁর সমালোচনা করেছেন। আগামী দিনেও করবেন।

Avatar
Monojit

সম্পর্কিত খবর