হায় হায়! একী অবস্থা! নয়া প্রতারণার ফাঁদে পড়তে পারেন Jio User’রা; আগেই সাবধান করল সংস্থা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জিও (Reliance Jio) গ্রাহকদের আরো সাবধানতা অবলম্বন করার কথা জানাল মুকেশ আম্বানির সংস্থা। প্রতারকরা নতুন উপায় অবলম্বন করে প্রতারণা করছে গ্রাহকদের সাথে। সেই সাইবার প্রতারণার জাল ছড়িয়ে পড়ছে সর্বত্র। রিলায়েন্স জিও (Reliance Jio) এই আবহে গ্রাহকের জন্য জারি করেছে সতর্কবার্তা।

আরোও পড়ুন : বড় খবর! নিষিদ্ধ হচ্ছে প্যারাসিটামল, সেট্রিজ়িন সহ ১৫৬টি ওষুধ! আদৌ সত্যিই? মুখ খুললেন ডাক্তাররা

এই সম্পর্কে তথ্য প্রদান করতে গিয়ে জিও (Reliance Jio) বলছে সব সময় গ্রাহকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা সব থেকে জরুরী। সাম্প্রতিককালে এমন বহু ঘটনা উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে প্রতারকরা পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে গ্রাহকের তথ্য। সেই তথ্য হাতিয়ে ফাঁদে ফেলা হচ্ছে গ্রাহকদের।

কীভাবে সুরক্ষিত থাকা যাবে সেই বিষয়ে টিপস জিও’র (Reliance Jio)

• প্রতারকরা ফোন কল, এসএমএস, Whatsapp, ইমেইল ইত্যাদি উপায়ে গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারে।

• প্যান কার্ড নম্বর, আধার বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ক্রেডিট কার্ডের বিবরণ, ওটিপি বা সিম নম্বরের মতো অত্যন্ত ব্যক্তিগত তথ্য অনেক সময় প্রতারকরা জিজ্ঞাসা করে গ্রাহকদের কাছে।

• বিবরণ প্রদান না করলে প্রতারকরা পরিষেবা বন্ধ করে দেওয়ার মিথ্যা হুমকি দেয়।

• প্রতারকরা থার্ড পার্টি অ্যাপ ফোনে ইন্সটল করতে বলে। তারপর সেই অ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য চলে যায় তাদের আয়ত্তে।

blog 200700 09 reliance jio featured image

কীভাবে সুরক্ষিত থাকবেন সাইবার প্রতারণা (Cyber Crime) থেকে?

• অজানা বা অচেনা লিঙ্কে ক্লিক করবেন না।

• কাউকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা কার্ডের তথ্য দেবেন না।

• আপনার সিম কার্ডের পিছনে থাকা ২০ ডে ডিজিটের নম্বর কাউকে বলবেন না।

• পরিষেবা বা আপনার নম্বর সংক্রান্ত কোনও অনুসন্ধান থাকলে সংস্থার অফিশিয়াল নম্বরে ফোন করবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X