কনফার্ম! বহু অপেক্ষার পর অবশেষে বাড়ছে সরকারি কর্মীদের DA, কবে?

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আর কয়েকটা দিন বাকি। তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) জন্য বিরাট সুখবর। সেপ্টেম্বরেই ডিএ (Dearness Allowance) ঘোষণা করবে কেন্দ্র। বিভিন্ন রিপোর্ট থেকে এটাই জানা গিয়েছে। আগে জানা গিয়েছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। তবে ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে তার কিছুদিন আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার।

সাধারণত প্রতি বছর দীপাবলির এক সপ্তাহ বা ১৫ দিন আগে কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করে থাকে। তবে এবার নির্বাচনের জন্য কিছুটা আগে তা হতে পারে বলে খবর মিলছে। পুজোর আগে সেপ্টেম্বরেই বাড়ছে ডিএ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধি হতে পারে।

   

রিপোর্ট অনুযায়ী, চলতি ২৫  তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ ও ডিআর। অর্থাৎ পুজোর আগেই ফের এক দফায় সরকারি কর্মীদের (Central Govt Employee) মহার্ঘভাতা বৃদ্ধি পাবে। এবারে ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA)। তবে এখানেই শেষ নয়, সামনে রয়েছে আরও সুখবর।

একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, কোভিডের সময় যে এরিয়ার বাকি ছিল সেই টাকাও হাতে পেতে পারেন সরকারি কর্মীরা। করোনার সময় জরুরি পরিস্থিতিতে ১৮ মাসের ডিএ আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠছে। সেই বকেয়াও পেতে পারেন সরকারি কর্মীরা। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি।

সেপ্টেম্বরে সরকার ৩ বা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যদিও তিন শতাংশই বাড়ার অধিক সম্ভাবনা। আসলে সরকারি কর্মীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের ভিত্তিতে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলত মহার্ঘ ভাতা ৫০.২৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছতে পারে। তাই এবার তিন শতাংশই ডিএ বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: উত্তাল সমুদ্র, ১৩ তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়: আবহাওয়ার বড় খবর

আর মাত্র কয়েকটা দিন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও মিলবে। যা কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে ফের বাড়বে ডিএ (Dearness Allowance)।

Central Government employees

একদিকে যখন দফায় দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে সেই সময় মহার্ঘ ভাতার দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ। বর্তমানে তারা ১৪% হারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তারা। ওদিকে বাংলার ডিএ মামালা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। কবে সেই মামলার জট খুলবে তা কারও জানা নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর