হয়ে গেল কনফার্ম! ৩% DA বাড়ছে সরকারি কর্মীদের, কবে? লেটেস্ট আপডেট জেনে নিন

Published on:

Published on:

dearness allowance(37)

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। সোমবারই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি শেষ হয়েছে শীর্ষ আদালতে। এদিকে শোনা যাচ্ছে বহু অপেক্ষার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ফের। তবে এই বিষয়ে সরকারি তরফে কোনও ঘোষণা না হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে সুখবর তা একপ্রকার নিশ্চিত।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কতটা বাড়বে ডিএ? Dearness Allowance

রিপোর্ট বলছে, উৎসবের মরসুমেই কেন্দ্রীয় সরকার ফের একবার ডিএ বৃদ্ধি করার পথে। যার ফলে লাভবান হবেন ১.২ কোটির বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সব ঠিক থাকলে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধি হবে। যা সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে। তাই এর জন্য আরও বেশি আগ্রহী সরকারি কর্মীরা।

উল্লেখ্য, বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। চলতি বছরের জন্য দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার।

dearness allowance(31)

কবে DA বৃদ্ধি পাবে?

হিসেব মত দীপাবলির আগেই লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ভাগ্য খুলতে চলেছে। এবার দীপাবলি পড়েছে ২০ অক্টোবর। তার আগে সরকার ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা সংশোধন করে। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ্য ভাতা সংশোধন করা হয়।

নিয়ম করে বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে। এবারের নতুন ডিএ-র হার ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হয় ডিএ। কর্মীরা জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া বেতন হাতে পান। ডিএ বৃদ্ধি করে এবারেও দীপাবলির উপহার দিতে পারে সরকার। চলতি বছরের জুলাই থেকে যা কার্যকর হওয়ার কথা। ফলে তিন মাসের বকেয়া ডিএ অক্টোবরের বেতনের সঙ্গে হাতে পাবেন সরকারি কর্মীরা। পেনশনভোগীদের ক্ষেত্রেও তাই।

আরও পড়ুন: অযৌক্তিক মামলা! কার্তিক মহারাজের বিরুদ্ধে সব্যসাচীর করা মানহানির মামলা খারিজ করল হাই কোর্ট

শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর উপর ভিত্তি করে DA গণনা হয়। বর্তমানে ৫৫% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের সরকারি কর্মীরা। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এ বার ৩% ডিএ বৃদ্ধি পেতে পারে। ৪% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শোনা যাচ্ছে। উৎসবের মরসুমে এবারে যদি ৩%-৪% ডিএ বৃদ্ধি পায় তাহলে ডিএ ৫৮ শতাংশে পৌঁছে যাবে।