এত্ত বাড়ল DA! ৫০ হাজার টাকা বেতন হলে এবার কত টাকা মহার্ঘ ভাতা? জানলে থ হবেন

Published on:

Published on:

dearness allowance(45)

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees ) ও পেনশনভোগীদের (Pension) জন্য ফের এক দফায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি হল। জল্পনা মতোই ৩% ডিএ বৃদ্ধি পেল। যা কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে। সরকারের পক্ষ থেকে এই ডিএ বৃদ্ধিকে ‘দুর্গাপুজোর উপহার’ বলে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্র সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর! Dearness Allowance

ডিএ বৃদ্ধির ফলে ফলে ১ কোটি ২০ লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের উপকৃত হবেন। বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার তা বেড়ে হচ্ছে ৫৮ শতাংশ। উদাহরণস্বরূপ, যাঁদের মূল বেতন ৫০,০০০ টাকা, তাঁরা ৫৫% হিসেবে ২৭,৫০০ টাকা ডিএ পেতেন। এবার মাসিক অতিরিক্ত ১,৫০০ টাকা বেড়ে তা হবে ২৯,০০০ টাকা।

সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। চলতি বছরের জন্য দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা হল। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ্য ভাতা সংশোধন করা হয়। জানুয়ারি ও জুলাইতে। এবারের নতুন ডিএ-র হার ১ জুলাই থেকে প্রযোজ্য হবে।

এদিকে রাজ্য-কেন্দ্র ডিএ-র ফারাক সমানে বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (DA West Bengal government) সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে এবারে হল ৪০ শতাংশ। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা বর্তমান ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

dearness allowance

আরও পড়ুন: পুজোর মধ্যেই বকেয়া DA মামলায় বড় মোড়! সুপ্রিম কোর্টে চূড়ান্ত লিখিত সাবমিশন কনফেডারেশনের, কি বলা হচ্ছে?

আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভালো খবর আসতে চলেছে ফের। ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। জানুয়ারী ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম পে কমিশন নিয়ে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ দফতর এবং রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। নয়া পে কমিশনের প্রায় ৪৯ লক্ষ সরকারি কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনসনভোগী উপকৃত হবেন।