বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে টালবাহানা অব্যাহত। বকেয়া মহার্ঘ ভাতার অংশ হাতে পেতে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছেন সরকারি কর্মীরা। এদিকে সরকারও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ডিএ বৃদ্ধি নিয়ে শীঘ্রই সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা (Government Employees)। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সেই সুখবর নয়।
কোন সরকারি কর্মীদের ভাগ্য খুলছে? Dearness Allowance
জানিয়ে রাখি, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। সপ্তম বেতন কমিশনের আওতায় বছরে দু’বার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। প্রথমটা জানুয়ারি এবং পরেরটা জুলাই মাসে। এবারও দ্বিতীয় দফায় ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং ডিআর বা মহার্ঘ ত্রাণের জন্য অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা।
সূত্রের খবর, নিজের অধীনস্ত কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। জুলাই থেকেই ডিএ বাড়ানো হতে পারে বলে খবর মিলছে। এবার সরকারি কর্মী ও পেনশনভোগীদের ৩ থেকে ৪ শতাংশ ডিএ বাড়তে বাড়ার সম্ভাবনা রয়েছে। যা ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। যার ঘোষণা হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবরে।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW)-এর তথ্য অনুযায়ী এবারে সর্বোচ্চ ৪% ডিএ বাড়তে পারে। মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW) ০.৫ পয়েন্ট বেড়ে ১৪৪ হয়েছে। মার্চ, এপ্রিল, মে টানা ৩ মাস এই সূচক বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে এই সূচক ১৪৩, এপ্রিল মাসে বেড়ে ১৪৩.৫, আর এবার মে মাসে বৃদ্ধি পেয়ে হল ১৪৪। এর থেকে ধারণা করা হচ্ছে, ৩-৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: আজ দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড়-বৃষ্টি! কোন জেলায় কখন দুর্যোগ? আবহাওয়ার খবর
বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। যদি ৪% ডিএ বৃদ্ধি পায় তাহলে তা ৫৯ শতাংশে পৌঁছবে। এরপর আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারিতে আরও ২ শতাংশ ডিএ যদি বাড়ানো হয়, তা হলে মহার্ঘ ভাতা বেড়ে হবে ৬০ শতাংশ।
কাধিক জেলায়।